shono
Advertisement

Breaking News

Iran

ট্রাম্পের নিশানায় এবার ইরান! সতর্ক করলেন খোদ মার্কিন অর্থনীতিবিদ

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 07:36 PM Jan 07, 2026Updated: 09:43 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নিশানায় এবার ইরান। সতর্ক করে এমনটাই বললেন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি শ্যাক্স। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানে যদি মার্কিন সেনা হনা দেয়, তাহলে তার ঝাঁজ ভেনেজুয়েলার থেকে কয়েকগুণ বেশি হবে।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জেফ্রি বলেন, “ট্রাম্প বেপরোয়া হয়ে গিয়েছেন। সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে আমেরিকা। সেনা বাহিনী দ্বারা দেশ পরিচালিত করা হচ্ছে।” তাঁর দাবি, বহুদিন আগে থেকেই ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করেছিলেন। প্রায় আট বছর আগে ট্রাম্প লাতিন আমেরিকার নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। প্রশ্ন করেছিলেন, ভেনেজুয়েলায় হানা দিলে কেমন হয়? এরপরই ইরানের প্রসঙ্গ তোলেন জেফ্রি। বলেন, “মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী নিশানা হতে পারে ইরান। যদি ট্রাম্প ইরানে হামলা চালানোর নির্দেশ দেন, তাহলে সেই আক্রমণের ঝাঁজ ভেনেদুয়েলার থেকে কয়েকগুণ বেশি হবে।” তাঁর দাবি, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দেখা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানে মার্কিন আগ্রাসন প্রয়োগ তাঁরা যৌথভাবে সম্মত হয়েছেন।    

গত বছর ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ফেলে এসেছিল আমেরিকার বায়ুসেনা। সেই ঘটনার পর এক বছরও ঘোরেনি। এর মধ্যেই ফের বিবাদে জড়িয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে মার্কিন অর্থনীতিবিদের সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নিশানায় এবার ইরান।
  • সতর্ক করে এমনটাই বললেন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি শ্যাক্স।
  • একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানে যদি মার্কিন সেনা হনা দেয়, তাহলে তার ঝাঁজ ভেনেজুয়েলার থেকে কয়েকগুণ বেশি হবে।
Advertisement