সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়-ব্রিটিশ শিল্পপতি এবং হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান গোপীচাঁদ পরমানন্দ হিন্দুজা (Gopichand P Hinduja) ৮৫ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার এ খবর ঘোষণা করেছেন টোরি দলের সদস্য রামি রেঞ্জার। ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য রেঞ্জার এক বিবৃতিতে আন্তরিক শোকপ্রকাশ করেছেন। হিন্দুজাকে 'সবচেয়ে দয়ালু, নম্র ও বিশ্বস্ত বন্ধু' আখ্যা দিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই আইনপ্রণেতা বলেন, "তাঁর মৃত্যুতে একটি যুগের সমাপ্তি হল।" গোপীচাঁদ চার হিন্দুজা ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজা ২০২৩ সালে মারা যান। অন্য দুই ভাই হলেন প্রকাশ হিন্দুজা এবং অশোক হিন্দুজা।
ইউকে সানডে টাইমস রিচ লিস্ট অনুসারে, জিপি হিন্দুজা টানা সাত বছর ছিলেন ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি। ১৯৪০ সালে ভারতে জন্ম। তিনি হিন্দুজা অটোমোটিভ লিমিটেডের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন এবং ডিমেনশিয়ার জেরে দাদা শ্রীচাঁদ হিন্দুজার মৃত্যুর পরে ২০২৩ সালে গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গোপীচাঁদ হিন্দুজা ১৯৫৯ সালে মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে স্নাতক হন এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টর অফ ল ডিগ্রিও অর্জন করেন। লন্ডনের রিচমন্ড কলেজ তাঁকে সাম্মানিক ডক্টরেট অব ইকনমিক্সে ভূষিত করে।
হিন্দুজাদের পারিবারিক ব্যবসা প্রাথমিকভাবে জিপি হিন্দুজার বাবা পরমানন্দ হিন্দুজা ১৯১৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন। গোপীচাঁদ হিন্দুজা এবং তাঁর দাদা শ্রীচাঁদ হিন্দুজা দায়িত্ব নিয়ে সেটিকে বর্তমানে বহু বিলিয়ন ডলারের গোষ্ঠীতে রূপান্তরিত করেছেন। হিন্দুজা গ্রুপের এগারোটি ক্ষেত্রে ব্যবসা রয়েছে, যার মধ্যে রয়েছে অটোমোটিভ, ব্যাঙ্কিং এবং ফিনান্স, আইটি, স্বাস্থ্য পরিষেবা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ, মিডিয়া এবং বিনোদন। এর কিছু সুপরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে অশোক লেল্যান্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এনএক্সটিডিজিটাল লিমিটেড।
