shono
Advertisement
Brazil Protest

ইরানের মতো ব্রাজিলের পথেও হাজার হাজার মহিলা, বিক্ষোভে উত্তাল রিও, কী দাবি তাঁদের?

বহু পুরুষও অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদে।
Published By: Subhodeep MullickPosted: 07:54 PM Dec 08, 2025Updated: 08:54 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী-বিদ্বেষ এবং নারীদের উপর অপরাধের প্রতিবাদে ব্রাজিলের রাজপথে নামলেন হাজার হাজার মহিলা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁদের দাবি, ব্রাজিলে এই অপশাসন বন্ধ হোক। এমনকী এই প্রতিবাদে বহু পুরুষও অংশগ্রহণ করেছেন বলে খবর।

Advertisement

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে নারী স্বাধীনতায় কোপ এবং নারী নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। শুধু তাই নয়, মহিলাদের উপর অপরাধের হারও অনেকটা বেশি। নারীহত্যা, ধর্ষণ এবং নারীবিদ্বেষ-এর প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল ব্রাজিলের বিভিন্ন শহরে। রবিবার তা বড় আকার নেয়। রাজধানী রিও ডি জেনেরিও, সাও পাওলো-সহ একাধিক শহরে হাজার হাজার মহিলা পথে নামেন। বিক্ষোভে অংশগ্রহণ করেছেন বহু পুরুষও। বিক্ষোভকারী মহিলাদের প্ল্যাকার্ডে লেখা, ‘আমাদের হত্যা করা বন্ধ করুন’, ‘নারীহত্যা আর নয়’। শুধু তাই নয়, কালো ক্রস হাতেও বহু মহিলাকে প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে এদিন।

গত ২৮ নভেম্বর রিওতে এক মহিলাকে খুনের অভিযোগ ওঠে এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে। মৃতার দিদি সুজা পেড্রোটির দাবি, তাঁর বোন একটি স্কুলের প্রধান ছিলেন। কিন্তু তা সহ্য করতে পারছিলেন না হামলাকারী যুবক। এরপরই যুবতীকে তিনি খুনের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ সুজার। এই ঘটনার সূত্র ধরেই উত্তাল হতে শুরু করে ব্রাজিল। এছাড়াও সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিভিন্ন শহরে ধর্ষণ, নারী বিদ্বেষের জেরে খুনের মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের জমতে থাকা ক্ষোভেরই এবার বহিঃপ্রকাশ হয়েছে ব্রাজিলে।

প্রসঙ্গত, তিন বছর আগে মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়েছিল ইরান। পথে নেমেছিলেন হাজার হাজার মহিলা। হিজাব না পরে রাস্তায় বের হয়েছিলেন মাহসা। এই ‘অপরাধে’ তাঁকে গ্রেপ্তার করেছিল সেদেশের পুলিশ। ২৪ ঘণ্টা পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। ওই ঘটনার পরই বিশ্ব জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নারী-বিদ্বেষ এবং নারীদের উপর অপরাধের প্রতিবাদে ব্রাজিলের রাজপথে নামলেন হাজার হাজার মহিলা।
  • হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁদের দাবি, ব্রাজিলে এই অপশাসন বন্ধ হোক।
Advertisement