shono
Advertisement
Paris Farmers Protest

এবার ফ্রান্সে কৃষক আন্দোলন, এবার প্যারিসের পথে ট্রাক্টর নিয়ে কৃষকরা

প্রায় একশটি ট্রাক্টর নিয়ে প্যারিসের রাস্তায় প্রবেশ করে কৃষকরা।
Published By: Anustup Roy BarmanPosted: 04:52 PM Jan 08, 2026Updated: 07:18 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস রাস্তায় প্রতিবাদের ঝড়। ট্রাকটর নিয়ে আইফেল টাওয়ারের পথে কৃষকরা (Farmers Protest)। দক্ষিণ আমেরিকার দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েই উত্তাল প্যারিসের (Paris) রাজপথ।

Advertisement

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনার প্রতিবাদে শুরু হয়েছে কৃষকদের এই অভিযান। বৃহস্পতিবার সকালে কৃষকরা প্রায় একশটি ট্রাক্টর নিয়ে প্যারিসের রাস্তায় প্রবেশ করে।

ফরাসি কৃষকরা বহু বছরে ধরে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির নিন্দা করছেন। তাঁদের দাবি, এই চুক্তি ফরাসি কৃষকদের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করবে। বৃহস্পতিবারের প্রতিবাদ শুরু করে গ্রামীণ সমন্বয় ইউনিয়ন। সরকার জাতে এই চুক্তির বিরোধিতা করে তাই এই প্রতিবাদ বলে জানা গিয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের লঁ-এঁ-গ্যাঁরো অঞ্চলের গ্রামীণ সমন্বয়ের সভাপতি হোসে পেরেজ বলেন, "আজকের আন্দলনের লক্ষ্য প্যারিসে এসে ক্ষমতাবানদের কাছে আমাদের দাবিগুলি তুলে ধরা।"

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও, প্রায় ২০টি ট্রাক্টর প্যারিস শহরের কেন্দ্রস্থলে পৌঁছে যায়। কিছু ট্রাক্টর আর্ক ডি ট্রায়োম্ফ স্মৃতিস্তম্ভের কাছে এবং অন্যগুলি আইফেল টাওয়ার এলাকায় ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় বেশিরভাগ ট্রাক্টর আটকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পেরেজ বলেন, মারকোসুর বাণিজ্য চুক্তি নিয়ে কৃষকদের উদ্বেগের পাশাপাশি গরুর রোগের বৃদ্ধির বিরুদ্ধে সরকারি অব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখানো হয়েছে।

এই সপ্তাহে ইইউ পাঁচটি দক্ষিণ আমেরিকান দেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে। মনে করা হচ্ছে ১২ জানুয়ারী প্যারাগুয়েতে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জার্মানির নেতৃত্বে চুক্তির সমর্থক দেশরা ফ্রান্স এবং পোল্যান্ডের আপত্তি উড়িয়ে সই করতে পারে। বুধবার ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড মার্কোসুর চুক্তির বিরুদ্ধে ফ্রান্সের মত ফের জানিয়ে বলেন, এই চুক্তি আসলে গরুর মাংস, মুরগি, চিনি, ইথানল এবং মধু-সহ অন্যান্য উৎপাদনকে সমস্যার মুখে ফেলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যারিস রাস্তায় প্রতিবাদের ঝড়।
  • ট্রাকটর নিয়ে আইফেল টাওয়ারের পথে কৃষকরা।
  • মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েই উত্তাল প্যারিসের রাজপথ।
Advertisement