shono
Advertisement
Canada

ভুয়ো নথি তৈরি করে পড়ুয়াদের সঙ্গে 'প্রতারণা', কানাডায় দোষী সাব্যস্ত ভারতীয় এজেন্ট

ভুয়ো নথির কারণে কানাডায় বিপাকে পড়েছিলেন ৭০০রও বেশি ভারতীয় পড়ুয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 04:31 PM May 30, 2024Updated: 04:31 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পড়ুয়াদের জন্য ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন এক এজেন্ট। জানা গিয়েছে, ভারতীয় পড়ুয়াদের জন্য ভুয়ো নথিপত্র তৈরি করতেন ব্রিজেশ মিশ্র নামে এক ব্যক্তি। তার জেরে কানাডা থেকে 'বিতাড়িত' করা হয় বহু ভারতীয় পড়ুয়াকে। গত বছর চরম ভোগান্তির শিকার হন ৭০০রও বেশি ভারতীয় পড়ুয়া।

Advertisement

বুধবার ব্রিটিশ কলম্বিয়া আদালতে পেশ করা হয় ব্রিজেশকে। সবমিলিয়ে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল ওই অভিবাসন এজেন্টের বিরুদ্ধে। তার মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিজেশ। শাস্তিস্বরূপ তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কারাবাসের অনেকটা অংশ কাটিয়ে ফেলেছেন ব্রিজেশ। আর ১৯ মাস জেলে কাটালেই মুক্তি পাবেন তিনি। সূত্রের খবর, কারাবাসের মেয়াদ ফুরোলে ব্রিজেশকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে।

[আরও পড়ুন: বালোচিস্তানে নির্বিচারে গুলি ইরানি সেনার, প্রাণ গেল ৪ পাক নাগরিকের! ঘনাচ্ছে যুদ্ধের মেঘ?

উল্লেখ্য, গত বছরের জুন মাস নাগাদ আচমকাই বিপাকে পড়েন কানাডায় পড়তে যাওয়া ভারতীয়রা। একধাক্কায় ৭০০ ভারতীয় পড়ুয়াকে কানাডা থেকে বের করে দেওয়ার নোটিস দেওয়া হয়। কানাডার (Canada) প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার জন্য সেদেশে গিয়েছিলেন ভারতীয় পড়ুয়ারা, সেই নথিপত্র সবই ভুয়ো। তাই কানাডার আইন অনুযায়ী, সেদেশে আর থাকার অনুমতি পাবেন না ভারতীয় পড়ুয়ারা।

সেই সময়ই জানা যায়, এজেন্টদের ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পড়েই এই সমস্যা। পড়ুয়ারা বলেন, এজেন্টদের মাধ্যমে কানাডায় এসেছিলেন তাঁরা। পরে জানতে পারেন, ভুয়ো অ্যাডমিশন লেটারের ভিত্তিতে ভিসা দেওয়া হয়েছিল। গোটা বিষয়টিকে বিশাল দুর্নীতি বলে আখ্যা দেন পাঞ্জাবের এনআরআই মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল। তার পর থেকেই শুরু হয় তদন্ত।

[আরও পড়ুন: বিমানের ইঞ্জিনে পড়ে ভয়ংকর মৃত্যু, ব্লেডে ছিন্নভিন্ন ব্যক্তির দেহ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ব্রিটিশ কলম্বিয়া আদালতে পেশ করা হয় ব্রিজেশকে। সবমিলিয়ে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল ওই অভিবাসন এজেন্টের বিরুদ্ধে।
  • গত বছরের জুন মাস নাগাদ আচমকাই বিপাকে পড়েন কানাডায় পড়তে যাওয়া ভারতীয়রা।
  • কানাডার আইন অনুযায়ী, সেদেশে আর থাকার অনুমতি পাবেন না ভারতীয় পড়ুয়ারা।
Advertisement