shono
Advertisement

পাক প্রধানমন্ত্রী পদে শপথ ইমরানের, উর্দু বলতে গিয়ে একাধিকবার হোঁচট

পাক অধীকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশেই বসেছিলেন ইমরানের পরম বন্ধু সিধু। The post পাক প্রধানমন্ত্রী পদে শপথ ইমরানের, উর্দু বলতে গিয়ে একাধিকবার হোঁচট appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Aug 18, 2018Updated: 12:12 PM Aug 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান! ২২তম পাক প্রধানমন্ত্রী হিসাবে অবশেষে শপথগ্রহণ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। নিয়ম মেনে রাষ্ট্রপতি ভবনে হল শপথগ্রহণ অনুষ্ঠান৷ কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক৷ উর্দুতে শপথবাক্য পাঠ করতে গিয়ে একাধিকবার আটকে গেলেন বিশ্বজয়ী পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷ রাষ্ট্রীয় ভাষায় শপথবাক্য পাঠ করতে গিয়ে প্রধানমন্ত্রীর হোঁচট খাওয়াকে ঘিরে অনেকেই কটাক্ষ করছেন৷

Advertisement

শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমরানের দল পিটিআই ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা৷ ছিলেন পাক সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাজওয়া ও পাক কূটনীতিবিদরা৷ ভারত থেকে অনুষ্ঠানে যোগ দিতে গতকালই পাকিস্তানে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেতা তথা ইমরানের পরম বন্ধু নভজ্যোৎ সিং সিধু৷

[ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল]

প্রধানমন্ত্রীর কুরসির দাবিদার নিয়ে চরম নাটক দেখা যায় পাকিস্তানে৷ শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়। প্রধানমন্ত্রী পদের জন্য দুই দাবিবার দাঁড় করানো হয়৷ একদিকে ছিলেন পিটিআই প্রধান ইমরান খানকে এবং অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের সুপ্রিমো শাহবাজ শরিফ। ভোটাভুটিতে ইমরান পান ১৭৬টি ভোট এবং শাহবাজ পান মাত্র ৯৬টি ভোট। ফলে অবিসংবাদিতভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান। ভোটদানে বিরত ছিলেন বিলাবল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির নির্বাচিত এমপি’রা। যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১৭২ জন এমপি’র সমর্থন, সেখানে ইমরানের পকেটে যায় ১৭৬ জনের সমর্থন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ছোট দলগুলিকে নিজের পক্ষে এনে বাজিমাত করেছেন বিশ্বজয়ী পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷ তাঁর পক্ষে ভোট দিয়েছে, মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট, বালুচিস্তান আওয়ামি পার্টি, বালুচিস্তান ন্যাশনাল পার্টি, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম), জামওয়ারি ওয়াতন পার্টি, গ্র‌্যান্ড ডেমোক্র‌্যাটিক অ্যালায়েন্স।

[কিমের বন্ধু! ট্রাম্প প্রশাসনের কোপের মুখে একাধিক রুশ ও চিনা বাণিজ্যিক সংস্থা]

অন্যদিকে, চলতি বছরের শেষে সার্ক সম্মেলনের আয়োজন করার জন্য কোমর বেঁধে নামতে চলেছে পাকিস্তান। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরোধিতা করে ২০১৬-য় সার্ক থেকে নিজেকে সরিয়ে নেয় ভারত৷ ভারতকে সমর্থন জানিয়ে সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার মতো সার্ক অন্তর্ভূক্ত দেশগুলি৷ প্রশ্ন হল, এ বারের সার্কে যোগ দিতে পাকিস্তানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদে যাবেন কি না। সাউথ ব্লক সূত্রের খবর, এখনও পর্যন্ত সার্কে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়া ইমরানের বিরুদ্ধে সেনা ও আইএসআই-এর সঙ্গে সক্ষ্যতা রেখে চলারও অভিযোগ উঠেছে৷ ফলে ভারতের পক্ষে ইমরান খান কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন রয়েই গিয়েছে৷

The post পাক প্রধানমন্ত্রী পদে শপথ ইমরানের, উর্দু বলতে গিয়ে একাধিকবার হোঁচট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement