সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "ভারত কিন্তু প্রতিশোধ নেবে, মোদিকে বিশ্বাস নেই!" জেল থেকে দেশবাসীকে সাবধান করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। তাঁর মাধ্যমেই সাবধানবাণী শুনিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পরে ইমরানের এক্স হ্যান্ডেলেও এই পোস্ট করা হয়। ঠিক কী বলেছেন ইমরান?
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরবর্তী সময় সংঘর্ষে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত। যদিও উলটো প্রচার চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রনেতারা। তাঁদের দাবি, সাম্প্রতিক সংঘাতে তারাই শায়েস্তা করেছে ভারতকে। এই আবহে ইমরান বলেছেন, "ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সবসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন। পাকিস্তানকে এখন সতর্ক থাকতে হবে। কারণ মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন।"
দেশের সেনা বাহিনীকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইমরান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, আকাশপথ ও স্থলপথে মোদিকে পরাস্ত করেছে পাক সেনা। জেলবন্দি নেতা দেশাত্ববোধর আবেগ উসকে দিয়েছেন। বলেছেন,"এই দেশ আমার, সেনাবাহিনীও আমার।" পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরান ভারতের হামলাকে 'কাপুরুষোচিত' বলেছেন। অভিযোগ করেছেন, ভারতীয় সেনা সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে।
উল্লেখ্য, ভারতের ঢঙেই প্রথম থেকেই পাকিস্তান দাবি করে আসছে, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ তাদের দেশের সাধারণ নাগরিকেরা প্রাণ হারিয়েছেন। ক্ষতি হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের। যদিও ছবি ও ভিডিও-সহ ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে কতখানি নিয়ন্ত্রিত হামলা চালানো হয়েছে। বেছে বেছে পাকিস্তানের সেনাঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র ভারতীয় নাগরিককে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ মে পঁচিশ মিনিটের অপরেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। এখনও পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা। এরপর শনিবার, ১০ মে পাকিস্তানের মিনতিতে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয় ভারত।
