shono
Advertisement
Russian oil

ট্রাম্পের দাবিতে সিলমোহর, রুশ তেল কেনা কমাচ্ছে ভারত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

সরকারিভাবে এই ইস্যুতে কিছু জানানো হয়নি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:47 PM Oct 23, 2025Updated: 03:22 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্বার্থ নয়, ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলিহেলনেই রুশ তেল কেনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ভারত! বিখ্যাত সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দেবে ভারত। সরকারি-বেসরকারি সমস্ত সংশোধনাগারগুলিই নাকি রুশ তেল কেনার পরিমাণ অনেকখানি কমিয়ে দেওয়ার পথে হাঁটছে। তবে সরকারিভাবে এই ইস্যুতে কিছু জানানো হয়নি।

Advertisement

দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। তবে দিওয়ালি উপলক্ষে মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠানে ট্রাম্প দাবি করলেন, রুশ তেল কেনা নিয়ে মোদি ফের আশ্বাস দিয়েছেন তাঁকে। পুরোপুরি বন্ধ নয়, রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে ভারত, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের।

ট্রাম্পের কথায়, “আমার মতো মোদিও চান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাক। তাই ওরা আগের থেকে রুশ তেল কমিয়ে দিয়েছে। আগামী দিনেও কমাবে।” মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরদিনই সামনে এসেছে রয়টার্সের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় রুশ তেলের ক্রেতা রিলায়্যান্স নাকি অনেকখানি কমিয়ে দেবে রুশ তেলের পরিমাণ। সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা। সরকার নিয়ন্ত্রিত শোধনাগারাগুলিও একই পথে হাঁটতে পারে বলে রয়টার্সের দাবি।

উল্লেখ্য, বুধবারই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আগেই তাদের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইংল্যান্ড। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে রয়টার্সের রিপোর্ট। সংবাদসংস্থার দাবি, যে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, সেখান থেকে যেন কোনও মতে তেল আমদানি না হয় সেটা নিশ্চিত করতে চাইছে ভারত। সেকারণেই কমতে পারে ভারতের রুশ তেল কেনার পরিমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং।
  • ভারতের সবচেয়ে বড় রুশ তেলের ক্রেতা রিলায়্যান্স নাকি অনেকখানি কমিয়ে দেবে রুশ তেলের পরিমাণ। সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা।
  • বুধবারই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আগেই তাদের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইংল্যান্ড।
Advertisement