shono
Advertisement
Piyush Goyal

'মাথায় বন্দুক ঠেকিয়ে বাণিজ্যচুক্তি করানো যাবে না', ট্রাম্পকে হুঁশিয়ারি পীযূষ গোয়েলের

বার্লিন থেকে পীযূষ জানালেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত।
Published By: Biswadip DeyPosted: 06:59 PM Oct 24, 2025Updated: 07:14 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জানিয়ে দিলেন, চুক্তিপত্রে স্বাক্ষর করতে ভারতের কোনও তাড়া নেই। সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনও দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্যসঙ্গী বাছবে না। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বহুবারই তীব্র আপত্তি জানিয়েছে। এদিন বাণিজ্যমন্ত্রী নাম না করে আমেরিকাকেই হুঁশিয়ারি দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন পীষূষ গোয়েল। বার্লিন থেকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি। আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা তাড়াহুড়ো করে চুক্তি করি না এবং সময়সীমা বা মাথায় বন্দুক রেখে চুক্তি করি না।''

প্রসঙ্গত, ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। যেখানে বিদেশি বাজারে প্রবেশাধিকার, পরিবেশগত মান ইত্যাদি নিয়ে আলোচনা চলছে। সেকথা জানিয়ে গোয়েল বলছেন, আমেরিকার 'শুল্কবোমা'র মোকাবিলায় ভারত নতুন বাজারের দিকে তাকিয়ে আছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বন্ধ দরজার আড়ালে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিতও মিলছে দু’তরফ থেকে। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন ট্রাম্প। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। সব মিলিয়ে বেশ কিছু ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপান তিনি। যদিও ঘরোয়া বাজারে চাপের মুখে সুর নরম করেছে আমেরিকা। আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চাইছে দু'পক্ষই। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লি এবার পরিষ্কার করে দিল, বাণিজ্যচুক্তি নিয়ে আগ্রহী ভারতও। কিন্তু সেজন্য তাড়াহুড়ো করতে রাজি নয় তারা। বরং কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে কিংবা কোনওরকম চাপের মুখে ফেলে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করানো যাবে না নয়াদিল্লিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
  • জানিয়ে দিলেন, চুক্তিপত্রে স্বাক্ষর করতে ভারতের কোনও তাড়া নেই।
  • সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনও দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্যসঙ্গী বাছবে না।
Advertisement