shono
Advertisement
Moonlighting

নিউ ইয়র্কে 'মুনলাইটিং' করে ৪৪ লক্ষ কামানোর 'অপরাধ'! গ্রেপ্তার ভারতীয় যুবক

অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের।
Published By: Biswadip DeyPosted: 04:47 PM Oct 24, 2025Updated: 04:48 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৯ বছরের এক ভারতীয় ব্যক্তি গ্রেপ্তার হলেন নিউইয়র্কে। তাঁর নাম মেহুল গোস্বামী। মেহুলের বিরুদ্ধে অভিযোগ, 'মুনলাইটিং' করে ৪৪ লক্ষ টাকা হাতানোর। নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি পরিষেবা দপ্তর জানিয়েছে, সেখানে কর্মরত অবস্থায় পদের অপব্যবহার করেছেন মেহুল। অপরাধ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের।

Advertisement

মেহুলের বিরুদ্ধে অভিযোগ, নিউ ইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে 'গ্লোবাল ফাউন্ডরিস' নামের এক সেমিকন্ডাক্টর সংস্থাতেও তিনি কর্মরত ছিলেন। জানা গিয়েছে, এক বেনামী ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সেখানে দাবি করা হয়, সরকারি কর্মী হিসেবে চাকরির পাশাপাশি একই সময়ে অন্য সংস্থার হয়েও কাজ করে চলেছেন অভিযুক্ত মেহুল।

অভিযুক্ত ভারতীয়কে মাল্টা টাউন আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়া হয়। আসলে নিউ ইয়র্কের যে প্রাদেশিক আইন, সেই অনুযায়ী মেহুলের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য অপরাধ নয়। এদিকে এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেবল ২০২৪ সালেই মেহুল নিউইয়র্কের এক সরকারি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ১ লক্ষ ১৭ হাজার ৮৯১ টাকা রোজগার করেছিলেন।

ঠিক কী এই ‘মুনলাইটিং’? তথ্যপ্রযুক্তি জগতে এটা খুবই পরিচিত শব্দ। নিজের শিফটের বাইরে অন্য সময়ে কিংবা সপ্তাহান্তে ছুটির দিনে অন্য সংস্থার হয়ে চাকরি করাকেই বলা হয় মুনলাইটিং। কারও বিরুদ্ধে এই অভিযোগ আনা হলে তাঁর চাকরি চলে যেতে পারে। এবার আমেরিকায় একই অভিযোগে গ্রেপ্তার হতে হল ভারতীয় যুবককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৯ বছরের এক ভারতীয় ব্যক্তি গ্রেপ্তার হলেন নিউইয়র্কে। তাঁর নাম মেহুল গোস্বামী।
  • মেহুলের বিরুদ্ধে অভিযোগ, 'মুনলাইটিং'-এ ৪৪ লক্ষ টাকা হাতানোর।
  • অপরাধ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের।
Advertisement