সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করা হল এক ভারতীয়কে। জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক মার্কিন ব্যক্তির সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার। অভিযোগ, সেই বচসার মধ্যেই আচমকা ছুরি দিয়ে চন্দ্রমৌলিকে আঘাত করে অভিযুক্ত। স্ত্রী এবং সন্তানদের সামনেই কুপিয়ে খুন করা হয় ৫০ বছর বয়সি চন্দ্রমৌলিকে। গোটা ঘটনায় মুখ খুলেছে ভারতীয় কনসুলেটও।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের রাস্তার ধারের একটি ছোট হোটেলে। ইয়োর্দানিস কোবোস মার্টিনেজ নামে এক কর্মচারীকে চন্দ্রমৌলি বলেন ওয়াশিং মেশিন ব্যবহার না করতে। কিন্তু সরাসরি না বলে অন্য এক মহিলা কর্মচারীর মাধ্যমে মার্টিনেজকে এই বার্তা দেন চন্দ্রমৌলি। এই আচরণেই ক্ষুব্ধ হয়ে ওঠে মার্টিনেজ। বড় ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে তাড়া করে সে। পার্কিং লট দিয়ে পালানোর চেষ্টা করেন চন্দ্রমৌলি। কিন্তু লাভ হয়নি। তাঁকে তাড়া করে ধরে ফেলে মার্টিনেজ। ছুরি দিয়ে পরপর কোপ দিতে থাকে।
চন্দ্রমৌলিকে খুন করে তাঁর মাথা কেটে দেয় মার্টিনেজ। সেই কাটা মাথা নিয়ে কার্যত ফুটবল খেলে তারপর ডাস্টবিনে ফেলে দেয়। গোটা ঘটনার সময়ে মার্টিনেজকে বাধা দেওয়ার চেষ্টা করেন চন্দ্রমৌলির স্ত্রী এবং ১৮ বছর বয়সি পুত্র। কিন্তু তাঁদের ধাক্কা মেরে ফেলে দেয় মার্টিনেজ। খুনের পর পালাতে গিয়ে সে ধরা পড়ে। সঙ্গে রক্তমাখা ছুরিও ছিল। আপাতত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পাশাপাশি অনুপ্রবেশের অভিযোগও আনা হয়েছে মার্টিনেজের বিরুদ্ধে।
ভারতীয় নাগরিকের এমন নৃশংস পরিণতি নিয়ে মুখ খুলেছে হিউস্টনের ভারতীয় কনসুলেট। এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'টেক্সাসের ডালাসে নিজের কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চন্দ্রমৌলি নাগামালিয়াকে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। তাঁদের সবরকম সাহায্য করবে কনসুলেট। আপাতত ডালাস পুলিশের হেফাজতে রয়েছে চন্দ্রমৌলির খুনি।' জানা গিয়েছে, নিহত চন্দ্রমৌলি আদতে কর্নাটকের বাসিন্দা।
