shono
Advertisement
Singapore

হাসপাতালের শৌচাগারে রোগীর পুরুষ আত্মীয়ের শ্লীলতাহানি! সিঙ্গাপুরে সাজাপ্রাপ্ত ভারতীয় নার্স

তাঁকে ১ বছর ২ মাসের কারাবাস ও দু'ঘা বেত মারার নির্দেশ দিয়েছে আদালত।
Published By: Biswadip DeyPosted: 02:21 PM Oct 25, 2025Updated: 02:21 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে শ্লীলতাহানিতে অভিযুক্ত ভারতীয় পুরুষ নার্সকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল সেখানকার আদালত। তাঁকে ১ বছর ২ মাসের কারাবাস ও দু'ঘা বেত মারার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

Advertisement

অভিযুক্তের নাম ইলিপ সিভা নাগু। বয়স ৩৪। তিনি গত জুনে এক হাসপাতালে কর্মরত অবস্থায় রোগীর আত্মীয়ের শ্লীলতাহানি করেন। নির্যাতিতের সমস্ত তথ্য, এমনকী তাঁর বয়সও মুছে দেওয়া হয়েছে আদালতের নথি থেকে। শুনানিতে পুরো বিষয়টি খুলে বলেন তিনি।

আক্রান্ত জানিয়েছেন, তাঁর দাদু সেখানে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি হাসপাতালের শৌচাগারে যান। সেই সময় সেখানে হাজির ছিলেন ইলিপ। এরপরই আক্রান্তের শরীর জীবাণুমুক্ত করার অছিলায় তিনি সাবানমাখা হাতে তাঁর শ্লীলতাহানি করেন। তিনি জানান, ঘটনায় এমনই চমকে উঠেছিলেন যে নড়তে পারেননি। পরে তিনি দাদুর বিছানায় ফিরে যান। এরপর ঠিক কী হয়েছিল তা আদালতের নথি থেকে জানা যাচ্ছে না। তবে বিষয়টি প্রথমবার নথিভুক্ত হয়েছিল ২১ জুন। এর দিনদুয়েক পরে ইলিপ গ্রেপ্তার হন। অবশেষে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিঙ্গাপুরে শ্লীলতাহানিতে অভিযুক্ত ভারতীয় পুরুষ নার্সকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল সেখানকার আদালত।
  • তাঁকে ১ বছর ২ মাসের কারাবাস ও দু'ঘা বেত মারার নির্দেশ দেওয়া হয়েছে।
  • অভিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
Advertisement