shono
Advertisement

Breaking News

India-Pakistan Truce

ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে তিনিই! পুরস্কার পেলেন ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত উপদেষ্টা

ভারত প্রথম থেকেই দাবি করে এসেছে, ভারত-পাক সংঘর্ষবিরতির জন্য তৃতীয় কেউ দায়ী নন।
Published By: Saurav NandiPosted: 02:58 PM Dec 31, 2025Updated: 02:58 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন তিনিই। তাঁর প্রচেষ্টাতেই দুই নয়াদিল্লি এবং ইসলামাবাদ আলোচনার টেবিলে বসে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত সেই উপদেষ্টা রঞ্জিত সিং গিল ওরফে রিকিকে পুরস্কৃত করল আমেরিকা। চলতি সপ্তাহেই রিকির হাতে জাতীয় নিরাপত্তা পরিষদের 'ডিস্টিংগুইশড অ্যাকশন অ্যাওয়ার্ড' তুলে দেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

Advertisement

যদিও ভারত প্রথম থেকেই দাবি করে এসেছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য তৃতীয় কোনও ব্যক্তি দায়ী নয়। দুই দেশ নিজেরা আলোচনা করে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। চলতি বছরেই লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় এ কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

নিউ জার্সির লোদিতে জন্ম রিকির। বাবার নাম জাসবীর এবং মা পরম গিল। প্রিন্সটন বিশ্ববিদ্যাল থেকে তিনি স্নাতক পাশ করেছেন। পরে আইন পাশ করেছেন ইউসি বার্কলে থেকে। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম দফায় জাতীয় নিরাপত্তা পরিষদের 'রাশিয়া অ্যান্ড ইউরোপীয় এনার্জি সিকিওরিটি'-র ডিরেক্টর ছিলেন রিকি। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার শাখায় কর্মরত।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রত্যাঘাত করে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। এর পরেই ভারতে পালটা হামলা চালায় পাক সেনা। নয়াদিল্লিও প্রত্যাঘাত করে। সীমান্তে দিন দুয়েক ধরে এই টানাপড়েন চলার পর সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয় দুই দেশ। এর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট লাগাতার দাবি করতে থাকেন, ভারত-পাক সংঘর্ষবিরতি তাঁর কারণেই সম্ভব হয়েছে। যদিও ভারত এই দাবি বরাবর খারিজ করে এসেছে। এ বার ভারতীয় বংশোদ্ভূত উপদেষ্টাকে পুরস্কৃত করে ট্রাম্পের সেই ভাষ্যকেই আরও জোরালো করল ওয়াশিংটন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন তিনিই।
  • তাঁর প্রচেষ্টাতেই দুই নয়াদিল্লি এবং ইসলামাবাদ আলোচনার টেবিলে বসে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত সেই উপদেষ্টা রঞ্জিত সিং গিল ওরফে রিকিকে পুরস্কৃত করল আমেরিকা।
Advertisement