shono
Advertisement
Osman Hadi Murder

ভারতে নয়, দুবাইয়ে রয়েছেন হাদি-হত্যায় প্রধান অভিযুক্ত! ভিডিওবার্তায় দাবি, 'জামাত খুন করেছে'

আমি ষড়যন্ত্রের শিকার, দাবি হাদি খুনে প্রধান অভিযুক্ত।
Published By: Saurav NandiPosted: 04:38 PM Dec 31, 2025Updated: 06:05 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত! ভিডিওবার্তায় দাবি করলেন, তিনি ভারতে নেই। রয়েছেন দুবাইয়ে। নিজেকে ফয়সাল করিম বলে দাবি করা ওই যুবক এ-ও দাবি করলেন, তিনি হাদিকে খুন করেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। হাদিকে খুন করেছে জামাত।

Advertisement

গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলি করে খুন করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে। এই ঘটনার পর থেকেই অশান্ত হয়ে পড়ে বাংলাদেশে। হিংসা ছড়ায় জায়গায় জায়গায়। তদন্তে নেমে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রশাসন দাবি করে, হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছে। সম্প্রতি ঢাকা পুলিশও বিবৃতি দিয়ে দাবি করে, হালুয়াঘাটা সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়েছে হাদির খুনিরা। মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে। ঢাকা পুলিশের এই দাবি ঘিরে বিতর্ক শুরু হতেই মেঘালয় পুলিশ এবং বিএসএফ বাংলাদেশের দাবি খারিজ করে দেয়। ঘটনাচক্রে, তার পরেই প্রকাশ্যে এলেন নিজেকে ফয়সাল বলে পরিচয় দেওয়া ওই যুবক।

ভিডিওবার্তায় যুবকের দাবি, ঘটনার আগে তিনি হাদির অফিসে গিয়েছিলেন ঠিকই। কিন্তু তিনি খুন করেননি। হাদির সঙ্গে তাঁর ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছিল সেই দিন। যুবতের কথায়, "আমি ফয়সাল করিম মাসুদ। হাদির খুনের ঘটনায় আমি কোনও ভাবে যুক্ত নই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার। এর জন্য আমাকে দেশ ছেড়ে দুবাই চলে আসতে হয়েছে। এখানে আসতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। পাঁচ বছরের ভিসা থাকা সত্ত্বেও।"

যুবকের আরও দাবি, তাঁর পরিবারকে হেনস্তা করা হচ্ছে। ভিডিওবার্তায় তিনি বলেন, "ওদের (পরিবারের) কোনও দোষ নেই। যে ভাবে আমাদের পরিবারের উপর অত্যাচার চলছে, সেটা মেনে নেওয়া যায় না। আমি এক জন ব্যবসায়ী। আমি হাদির অফিসে গিয়েছিলাম। আমি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার মালিক। এর আগে অর্থ মন্ত্রকের সঙ্গেও কাজ করেছি। কাজের ব্যাপারে কথা বলতেই হাদির অফিসে গিয়েছিলাম। ওঁকে (হাদিকে) পাঁচ লাখ টাকা দিয়েছিলাম। উনি আমাকে অনুদানও দিতে বলেছিলেন। ঘটনার আগের শুক্রবারই ওঁকে কিছু টাকা দিয়েছিলাম কিছু কাজের জন্য।" হাদির খুনের নেপথ্যে জামাতের হাত রয়েছে বলেও দাবি করেন ওই যুবক। তিনি বলেন, "এটা জামাতের কাছে। মোটরবাইকে আমি বা আমার ভাই ছিলাম না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত!
  • ভিডিওবার্তায় দাবি করলেন, তিনি ভারতে নেই। রয়েছেন দুবাইয়ে।
  • নিজেকে ফয়সাল করিম বলে দাবি করা ওই যুবক এ-ও দাবি করলেন, তিনি হাদিকে খুন করেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। হাদিকে খুন করেছে জামাত।
Advertisement