shono
Advertisement
Gang War

'গ্যাংস অফ বানার্বি'! ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন কানাডায়

ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ উদ্ধার হল কানাডায়। বার্নাবিতে উদ্ধার হওয়া বছর আঠাশের ওই যুবকের নাম দিলরাজ সিং গিল। তিনি ভ্যাঙ্কুভারে থাকতেন। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দিলরাজ তাদের পরিচিত। গ্যাং ওয়ারের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।
Published By: Saurav NandiPosted: 01:27 PM Jan 25, 2026Updated: 01:27 PM Jan 25, 2026

ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ উদ্ধার হল কানাডায়। বার্নাবিতে উদ্ধার হওয়া বছর আঠাশের ওই যুবকের নাম দিলরাজ সিং গিল। তিনি ভ্যাঙ্কুভারে থাকতেন। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দিলরাজ তাদের পরিচিত। গ্যাং ওয়ারের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

বার্নাবির পুলিশ জানিয়েছে, গত ২২ জানুয়ারি কানাডা ওয়ের ৩৭০০ ব্লকে বিকেল সাড়ে ৫টা নাগাদ তারা গুলি চলার খবর পান। এর পরেই ঘটনাস্থলে গিয়ে দিলরাজের দেহ উদ্ধার করে তারা। তার কিছু ক্ষণ পরেই বাক্সটন স্ট্রিটে ৫০০০ ব্লকে দাউ দাউ করে জ্বলতে থাকা একটি গাড়ি উদ্ধার হয়। দিলরাজের খুনের ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, দিলরাজ খুনে ব্রাদার্স কিপার্স গ্যাং জড়িত থাকতে পারে।

সম্প্রতি নবপ্রীত ঢালিওয়াল নামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে খুনের ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, নবপ্রীত ছিলেন ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের সদস্য ছিলেন। তাঁকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে ইউএন গ্যাংয়ের। ঘটনাচক্রে, দিলরাজ সেই গ্যাংয়েরই সদস্য।

কানাডার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিলরাজের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। ২০২১ সালে মাদক সংক্রান্ত মামলায় জেল হয়েছিল তাঁর। সম্প্রতি জেল থেকে জামিন পেয়েছিলেন তিনি। তার পরেই এই ঘটনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement