shono
Advertisement
H-1B Visa

পিছল H-1B ভিসার ইন্টারভিউ, ট্রাম্পের সিদ্ধান্তে চাকরি হারানোর আশঙ্কায় ভারতীয়রা

আমেরিকা থেকে ছুটিতে ভারতে আসা চাকরিজীবীরা ফিরতে পারছেন না আমেরিকায়। H-1B ভিসার ইন্টারভিউয়ের পিছিয়ে করা হয়েছে ২০২৭ সালের মাঝামাঝি ও শেষের দিকে। এই ঘটনায় চাকরি হারানোর আশঙ্কায় ভারতে ফেরা প্রবাসীরা।
Published By: Amit Kumar DasPosted: 03:31 PM Jan 25, 2026Updated: 03:51 PM Jan 25, 2026

ট্রাম্পের ভিসা নীতিতে বিপাকে ভারতীয়রা। ফের পিছিয়ে দেওয়া হল এইচ-১বি (H-1B) ভিসার (H-1B Visa) সাক্ষাৎকারের মেয়াদ। যার জেরে আমেরিকা থেকে ছুটিতে ভারতে আসা চাকরিজীবীরা ফিরতে পারছেন না আমেরিকায়। H-1B ভিসার ইন্টারভিউয়ের পিছিয়ে করা হয়েছে ২০২৭ সালের মাঝামাঝি ও শেষের দিকে। এই ঘটনায় চাকরি হারানোর আশঙ্কায় ভারতে ফেরা প্রবাসীরা।

Advertisement

এইচ-১বি ভিসাধারী প্রবাসী ভারতীয়রা ছুটিতে দেশে ফেরার পর ফের আমেরিকায় ফিরতে গেলে এখানে থাকা মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের জন্য সময় নিতে হয়। সেই সাক্ষাৎকারের সময়ই দফায় দফায় পিছিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, অনলাইন পোর্টালে লগইন করলে সবচেয়ে কাছের সাক্ষাৎকারের তারিখ দেওয়া হচ্ছে ২০২৭ সালের মাঝামাঝি বা শেষের দিকে। ফলে যারা আমেরিকায় কর্মরত কিন্তু ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ভারতে এসেছেন তাঁদের কাজে ফেরা চরম অনিশ্চয়তার মধ্যে। শুধু তাই নয়, এই ঘটনায় আমেরিকায় থাকা পরিবার থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু ভারতীয়। স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তানদের থেকে আলাদা থাকতে হচ্ছে হাজার হাজার ভারতীয়কে। তথ্যপ্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে কর্মরত কর্মীরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন। তৈরি হয়েছে চাকরি হারানোর আশঙ্কা।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও আমেরিকার বহু সংগঠন। তাঁদের অভিযোগ, এভাবে দীর্ঘদিন ধরে দক্ষ কর্মীদের অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না। মার্কিন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বিষয়টি মানবিক দিক থেকে বিচার করার। এদিকে অনিশ্চিত চাকরি জীবনের মধ্যে না থেকে অনেকে ইউরোপ ও কানাডায় চাকরির সুযোগ খুঁজছেন। কেউ কেউ স্থায়ীভাবে ভারতে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই পথে প্রথমে অবৈধবাসীদের দেশছাড়া করার পাশাপাশি এইচ-১বি ভিসাধারী প্রবাসীদের নানা অছিলায় ভিসা সারেন্ডার করতে বাধ্য করা হচ্ছে। পরিবর্তে বিপুল অর্থের বিনিময়ে আমেরিকায় থাকার জন্য গোল্ড ভিসা বিক্রি করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement