সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউইর্য়কে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় ছাত্রীর। হাসপাতালে দুই দিন যমে-মানুষে টানাটানির পর মানলেন পড়ুয়া। তাঁর মৃত্যুর কথা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন।
মৃত পড়ুয়ার নাম সাহাজা রেড্ডি উদুমালা। উচ্চশিক্ষার জন্য নিউইর্য়ক পাড়ি দিয়েছিলেন তিনি। শহরের আলাবানিতে তিনজনের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকছিসেন তিনি। বৃহস্পতিবার সাহাজার ভাড়া বাড়িতে আগুন লাগে। বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডে গুরুতর জখম হন সাহাজা। বাকি তিনজনও অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলের আধিকারিকরা।
তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাহাজা ও তাঁর এক বন্ধুর অবস্থার অবনতি হলে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাহাজার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাহাজার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাহাজার এক আত্মীয় রতনা গোপু বলেন , "চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও ওঁকে বাচানো যায়নি। সাহাজা অনেক লড়াই করেছিল। কিন্তু একাধিক অঙ্গ পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।"
