shono
Advertisement

Breaking News

Russia

পাটনা থেকে মস্কো যাত্রা! পুতিনের দলের নেতা অভয় রাশিয়ার রাজনীতির অবিচ্ছেদ্য নাম

বিভিন্ন ব্যবসা করার পরে রাজনীতিতে যোগ দেন অভয়।
Published By: Anustup Roy BarmanPosted: 08:53 PM Dec 06, 2025Updated: 08:53 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনা থেকে রাশিয়ার সফর নিতান্ত সহজ নয়। কিন্তু সেই সফরেই একের পর এক সাফল্যের মুখ দেখেছেন অভয়। পাটনা থেকে রাশিয়ায় ডাক্তারি আর সেখান থেকে রাশিয়ার রাজনীতি সব বাধাই সাফল্যের সঙ্গে অতিক্রম করেছেন অভয় কুমার সিং।

Advertisement

পাটনার লয়লা হাই স্কুলের ছাত্র অভয় ১৯৯১ সালে পাড়ি দেন রাশিয়ার কুরস্ক শহরে। সেখানে থেকে ডাক্তারি পাশ করে ফিরে আসেন পাটনায়। যদিও, মন টেকেনি সেখানে। কুরস্কে ফিরে শুরু করেন ওষুধের ব্যবসা। সেখান থেকে ধিরে ধিরে রিয়েল এস্টেটের ব্যবসা এবং অবশেষে ২০১৫ সালে পুতিনের ইউনাইটেড রাশিয়া দলে যোগ। অশ্বেতাঙ্গ এবং বিদেশি হয়েও সব বাধা অতিক্রম করে ২০১৭ সাল থেকে পর পর দু'বার তিনি কুরস্কের 'ডেপুটাট' হয়েছে। রাশিয়ার ডেপুটাট আসলে আমাদের দেশের বিধায়ক পদের সমান।

রাশিয়ায়, অভয় প্রথম ভারতীয় বংশোদ্ভূত ডেপুটাট। অভয় জানিয়েছেন, ভারতে বিহার এবং উত্তরপ্রদেশের স্কুলের শিশুরাও রাজনীতি সচেতন। তাই, তাঁর মধ্যেও রাজনৈতিক সচেতনতা ছিল প্রথম থেকেই। এই কারণেই রাসিয়ার রাজনৈতিক নেতারদের পদ্ধতি থেকে একটু সরে এসে ভারতীয় কায়দায় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনে জেতেন তিনি।

পুতিনের ভারত সফরের সময়, পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের প্রশংসা করেন অভয়। তিনি বলেন ভারতের উচিত আরও উন্নত এস ৫০০ রাশিয়ার থেকে নেওয়া। পাশাপাশি, মার্কিন ভিসা নীতিতে পরিবর্তনের কথা মাথায় রেখে অভয় বলেন, ভারতীয় দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ঠিকানা হতে পারে রাশিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়ার রাজনীতিতে সফল অভয় সিং।
  • পাটনায় জন্ম হয় অভয়ের।
  • রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি।
Advertisement