মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন, কেরিয়ার গড়ার স্বপ্ন দেখা ভারতীয় পড়ুয়ারা দুঃসময়ের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পের জমানায়। মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রথম বছরেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার স্বপ্ন ধাক্কা খেতে বসেছে। সেদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তি বা এনরোলমেন্ট প্রায় ৭৫ শতাংশ কমেছে।
গত কয়েক দশকে ভর্তির হার এতটা হ্রাস পায়নি কখনও। শিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা কনসালট্যান্ট সংস্থাগুলি এর নেপথ্যে নানা কারণ দেখছে। যেমন, ভিসার আবেদন আগের তুলনায় বেশি খারিজ হওয়া, ইন্টারভিউয়ের স্লট একেবারেই না পাওয়া, আবেদনকারী পড়ুয়াদের হতাশা, উদ্বেগ ক্রমশ বেড়ে যাওয়া। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মার্কিন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তির ভরা মরশুম থাকে। কিন্তু এবার ভারতীয় পড়ুয়াদের নথিভুক্তিকরণ এই সময়কালের মধ্যে প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
এমনই এক পরামর্শদাতা সংস্থা আই২০ ফেভারের এক কর্মকর্তা জানিয়েছেন, অনেক ছাত্র সময়মতো ভিসা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে মার্কিন প্রতিষ্ঠানে ভর্তির প্ল্যান স্থগিত রেখেছেন বা বাতিল করেছেন। যাঁরা ইতিমধ্যে যেতে পেরেছেন, তাঁদের কাগজপত্র ২০২৫-এর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, ভিসার আবেদনপত্র স্ক্রুটিনিতে আরও কড়াকড়ি হয়েছে। ইন্টারভিউয়ের স্লট কমেছে। যাতে সেরা সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা থেকে পিছিয়ে এসেছেন দারুণ ফল করা ছাত্রছাত্রীরা।
ওই কর্তা আরও জানিয়েছেন, ভিসার আবেদন বাতিলের ভয় এতটাই তীব্র যে, অনেক পড়ুয়া এখন স্রেফ অপেক্ষা করা শ্রেয় বলেই মনে করছেন। বলতে গেলে, কড়াকড়ি এতটাই বেশি যে, ভিসার আবেদনে সিলমোহর দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের সমাজমাধ্যমের পোস্ট, ক্রিয়াকলাপও যাচাই করা হচ্ছে। আর যাঁরা আমেরিকায় পড়াশোনা করছেন, তাঁরাও অনিশ্চয়তায় ভুগছেন।
