shono
Advertisement

Breaking News

আমাজনের জঙ্গল কেটে তেলের খনি নয়, আদালতের রায়ে পরাস্ত কর্পোরেট দুনিয়া

ইকুয়েডর সংলগ্ন আমাজন এলাকায় ১৬টি তেল ব্লকে কাজ, পরিবেশ বাঁচাতে আদালতে আদিম জনজাতি৷ The post আমাজনের জঙ্গল কেটে তেলের খনি নয়, আদালতের রায়ে পরাস্ত কর্পোরেট দুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 06:38 PM Jul 18, 2019Updated: 06:57 PM Jul 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিচ্ছায় অরণ্য কেটে তেলের খনি তৈরির তোড়জোড়৷ কিন্তু অরণ্যজীবীদের সমবেত প্রতিবাদের কাছে সেই পুঁজিবাদী পরিকল্পনা মাথা নত করল৷ আইনি লড়াইয়ে জয়ী হয়ে আমাজনের জঙ্গলবাসী আটকে দিলেন তেলের খনি বণ্টন এবং উত্তোলনের কাজ৷

Advertisement

[আরও পড়ুন: উলটপুরাণ! কুলভূষণ মামলায় জয়ের দাবি করল পাকিস্তান]

দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজনের জঙ্গল৷ বিশ্বের সর্ববৃহৎ বৃষ্টিচ্ছায় অরণ্য এবং সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন অরণ্যাণী৷ অন্তত ৩,৪টি দেশ এই অরণ্যের আওতায়৷ কিন্তু নগরায়নের কোপ পড়েছে সেখানেও৷ চোরাপাচারকারী তো বটেই, কর্পোরেট পুঁজিপতিদের নজরও এখন আমাজনের জঙ্গলের বৃহৎ প্রাকৃতিক সম্পদের উপর৷ তাই জঙ্গল কেটে মাটি খুঁড়ে তেলের সন্ধানে অর্থ বিনিয়োগ করতে তৎপর তাঁরা৷ ইকুয়েডরের যে অংশ আমাজনের মধ্যে পড়ে, সেখানে অন্তত ষোলোটি তেল ব্লক রয়েছে, যার আয়তন প্রায় ৭ মিলিয়ন একর৷ এই অঞ্চলটিতে প্রচুর অরণ্যজীবীর বসবাস৷ তেলের খনি হলে, নিজেদের বসবাসের পরিবেশ নষ্ট হবে, তা বুঝতে পেরেই সাহস করে আইনের লড়াইয়ে নেমেছিলেন এঁরা৷

আদালতে শুনানি শুরু হতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাওয়ার দশা৷ অভিযোগ ওঠে, ইকুয়েডর সরকার নাকি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর্পোরেট জগতের কাছে নিজেদের পরিবেশ বিকিয়ে দিয়েছে৷ এদেশের সংবিধান অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন মহল আলোচনায় বসে সহমত হলে, তবেই তা করা যাবে৷ কিন্তু তেল উত্তোলনের সময় এরকম কোনও আলোচনা হয়নি বলেই দাবি সেখানকার অরণ্যবাসীদের৷ আদালতে তাঁরা জানিয়েছেন, ‘সরকার আমাদের জমি, পরিবেশ সব আমাদের অনুমতি ছাড়া বিক্রি করে দিতে চাইছে৷ কিন্তু আমরা কিছুতেই নিজেদের জায়গা তেলের খনি সংস্থার কাছে বিক্রি করব না৷ বৃষ্টিচ্ছায় অরণ্য আমাদের সম্পদ, আমাদের ঈশ্বরের মতো৷ যে কোনও মূল্যে আমরা একে বাঁচাব৷’

[আরও পড়ুন: শিকারের পর সিংহের সামনে চুম্বন দম্পতির, ছবি ঘিরে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়]

সরকারের বিরুদ্ধে ঘুষের এই অভিযোগের পক্ষে যদিও তাঁরা যথাযথ তথ্যপ্রমাণ পেশ করা যায়নি৷ তবে তাতে তেল উত্তোলনে উৎসাহী কর্পোরেট সংস্থাগুলির স্বস্তির কোনও কারণ নেই৷ কারণ, আদালত অরণ্যবাসীদের পক্ষে রায় দিয়েই জানিয়েছে, এই মুহূর্তে আমাজনের জঙ্গল কেটে, পরিবেশ নষ্ট করে কোনও প্রাকৃতিক সম্পদ তোলা যাবে না৷ আর এই রায় শুনেই রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন আমাজনের আদিম জনজাতি৷ আর পরিবেশবিদরা বলছেন, শুধু অর্থ আর ক্ষমতাবলেই যে পৃথিবীর সব হাতের মুঠোয় পাওয়া যায় না, এই রায় সেটাই বুঝিয়ে দিল৷

The Waorani people are one day away from saving half-a-million acres of forest from oil drilling. Watch the video and send a message to Ecuador’s government: protect indigenous rights & the Amazon. https://t.co/EMnWv8Bqng @AFrontlines #WeLoveTheEarth #WaoraniResistance pic.twitter.com/qlv5uY6Pg0

— Leonardo DiCaprio (@LeoDiCaprio) April 25, 2019

The post আমাজনের জঙ্গল কেটে তেলের খনি নয়, আদালতের রায়ে পরাস্ত কর্পোরেট দুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement