সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেবাননে হামলার ঝাঁজ বাড়াল ইজরায়েল। মঙ্গলবার থেকে লেবাননের দক্ষিণ প্রান্তে ঢুকে পড়েছে ইজরায়েলি ফৌজ। হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণ চলছে। বিবৃতি দিয়ে ইজরায়েলি ফৌজের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি অঞ্চল উত্তর ইজরায়েলের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। সেই জন্য দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কয়েকটি এলাকায় অভিযান শুরু হয়েছে।
হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লাকে নিকেশ করতে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল ইজরায়েল। গত শনিবার সেই হানাতেই নাসরাল্লার মৃত্যু হয়। তার পরেও লেবাননে লাগাতার অগ্নিবর্ষণ করেছে তেল আভিভ। সোমবার ভোরে বেইরুটে বিমান থেকে বোমাবর্ষণ করে নেতনিয়াহুর সেনা। সূত্রের খবর, এই হামলায় মৃত্যু হয়েছে ৩ জঙ্গি-সহ ৪ জনের। শেষ পাওয়া খবর অনুযায়ী, লেবাননে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫। সাধারণ বসতি এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইজরায়েল, উঠেছে সেরকম অভিযোগও।
বিতর্কের মধ্যেই এবার লেবাননে ঢুকে পড়ল ইজরায়েলি ফৌজ। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, 'নর্দার্ন অ্যারোস' নামে নয়া অভিযান চালানো হবে লেবাননের স্থলভূমিতে। ইজরায়েল সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ঘাঁটি গড়েছে হেজবোল্লা জঙ্গিরা, তার ফলে বিপদের মুখে পড়ছে উত্তর ইজরায়েলের এলাকাগুলো। সেই ঘাঁটি ধ্বংস করতেই অভিযান চালাচ্ছে ইজরায়েলি ফৌজের স্থল এবং বিমানবাহিনী। উল্লেখ্য, সোমবারই হেজবোল্লার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইজরায়েল যদি লেবাননে সামরিক অভিযান শুরু করে তাহলে পালটা দেবে তারা। ফলে গাজার পাশাপাশি আরও এক যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়বে তেল আভিভ।