প্রতারিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ! রীতিমতো ঢাকঢোল পিটিয়ে নিজের শহরে এক সংস্থার আউটলেটের উদ্বোধন করার পর জানা গেল খোদ প্রতিরক্ষামন্ত্রী যে সংস্থার উদ্বোধন করেছেন সেটি পুরোপুরি ভুয়ো। ঘটনা সামনে আসার পর সোশাল মিডিয়ায় কটাক্ষে বিদ্ধ হলেন পাক মন্ত্রী। গোটা ঘটনায় লজ্জার শেষ রইল না।
জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানে আসিফের নিজের শহর সিয়ালকোটের ক্যান্টনমেন্ট এলাকায়। এখানে ধুমধাম করে 'পিৎজা হাট' নামে এক নামী রেস্তরাঁর আউটলেট উদ্বোধন করেন খোয়াজা আসিফ। একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ভিভিআইপি অতিথিদের উপস্থিতিতে লাল ফিতে কেটে এই রেস্তরাঁর উদ্বোধন করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। সোশাল মিডিয়াতেও সেই উদ্বোধনের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু গোল বাঁধে কয়েক ঘণ্টা পর।
সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পড়ে 'পিৎজা হাট' নামের মূল সংস্থার। তারাই খোঁজ খবর নিয়ে জানতে পারে সিয়ালকোটের এই আউটলেটটি সম্পূর্ণ ভুয়ো। সংস্থার নাম ভাঁড়িয়ে কেউ বা কারা এই আউটলেট খুলেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয় 'পিৎজা হাট পাকিস্তান'। জানানো হয়, গ্রাহকদের উদ্দেশে জানানো হচ্ছে তাদের নাম ও ব্যান্ডিং ব্যবহার করে সম্প্রতি সিয়ালকোটে পিৎজা হাট নামে একটি আউটলেট খোলা হয়েছে। এই আউটলেটের সঙ্গে 'পিৎজা হাট পাকিস্তান' বা তাঁদের মূল সংস্থার 'YUM'-এর কোনও সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই আউটলেটটি পিৎজা হাট ইন্টারন্যাশনালের রেসিপি, খাবারের মান, খাদ্য সুরক্ষা এবং অন্যান্য কার্যকরী প্রোটোকল মেনে চলে না।" শুধু তাই নয়, ওই আউটলেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও প্রস্তুতি শুরু করেছে মূল সংস্থা।
এদিকে খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে ওই আউটলেটের উদ্বোধনের ছবি ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় মিম, বিদ্রুপ ও কটাক্ষের বন্যা বয়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, খোয়াজা আসিফের মতো একজন সিনিয়র মন্ত্রী একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন করে এলেন অথচ সেই সংস্থা আসল না ভুয়ো কোনও খোঁজ নিলেন না? এটা কীভাবে হতে পারে। এই প্রতারকদের হাত থেকে খোদ মন্ত্রী রেহাই পাচ্ছেন না তাহলে সাধারণ মানুষের কী অবস্থা দেশে। কেউ আবার লিখেছেন, মোটা টাকার প্রলোভনের ফাঁদে আসল নকল আর গুরুত্ব পায়নি মন্ত্রীমশাইয়ের কাছে।
