shono
Advertisement

Breaking News

Donald Trump

টেক অফের পরেই নিভে গেল আলো! বিদেশ সফরের শুরুতে বিপত্তি ট্রাম্পের বিমানে

সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য আধিকারিকরা। তারপরেই বিমানে আচমকা বিপত্তি।
Published By: Anwesha AdhikaryPosted: 11:26 AM Jan 21, 2026Updated: 11:26 AM Jan 21, 2026

নিজের দেশকে আবারও মহান বানানোর যজ্ঞে নেমেছেন তিনি। সেই ডোনাল্ড ট্রাম্পের বিমানেই আচমকা বড়সড় ত্রুটি ধরা পড়ল। টেকঅফের পরেই হঠাৎ বিমানের সব আলো নিভে যায়। জানা গিয়েছে, সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য আধিকারিকরা। তারপরেই বিমানে আচমকা বিপত্তি।

Advertisement

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আমেরিকা থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আলো নিভে যায়। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা ঘটেছে। অন্তত ১ ঘণ্টা ২০ মিনিট পরে বিমানটি ফিরিয়ে আনা হয়। ট্রাম্প এবং অন্যান্য আধিকারিকদের অন্য বিমানে সরিয়ে দেওয়া হয়। সেই বিমানে চেপেই দাভোসের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবারই সুইজারল্যান্ডে পা রাখবেন তিনি। তবে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা যাত্রা শুরু করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্টের বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পেয়েই নেটদুনিয়ায় দুশ্চিন্তা প্রকাশ করতে শুরু করেন মার্কিন আমজনতা। অনেকেই প্রশ্ন করেন, ট্রাম্প সুস্থ রয়েছেন তো? কেউ বা প্রার্থনা করতে শুরু করেন ট্রাম্পের জন্য। 'ঈশ্বর ট্রাম্পকে রক্ষা করুন', এই বার্তায় ভরে যায় সোশাল মিডিয়ায়। মেরিল্যান্ডের বিমান ঘাঁটি থেকে ট্রাম্পের কনভয় ওয়াশিংটনের দিকে ফিরছে, সেই ভিডিও ভাইরাল হতেই আমজনতার দুশ্চিন্তা আরও বাড়ে। তবে হোয়াইট হাউসের তরফ থেকে ট্রাম্পের অবস্থা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, দাভোসে যাওয়ার আগে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধ পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছিল। আমি সেই যুদ্ধ থামিয়েছি। ৮টি যুদ্ধ থামিয়েছি আমি। প্রতিটি যুদ্ধ থামানো পিছু একটি করে নোবেল পাওয়া উচিত আমার।" ট্রাম্পের দাবি, তিনি নোবেল নিয়ে মোটেই ভাবেন না। তাঁর লক্ষ্য মানুষের জীবন বাঁচানো। দাভোসে গিয়েও এই নিয়ে ট্রাম্প মুখ খুলতে পারেন বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement