shono
Advertisement
Greenland

আগ্রাসনের পালটা লাল টুপি! ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ স্লোগান গ্রিনল্যান্ড-ডেনমার্কে

গ্রিনল্যান্ড দখল করতে নাছোড় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল।
Published By: Subhodeep MullickPosted: 01:54 PM Jan 21, 2026Updated: 01:58 PM Jan 21, 2026

‘মেক আমেরিকা গ্রেট এগেন’। এক দশক আগে এই স্লোগানই উঠেছিল আমেরিকার বুকে। পালা বদলের হাওয়ায় গা ভাসিয়েছিলেন আমজনতা। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন সভায় ডেনাল্ড ট্রাম্পের মাথায় দেখা গিয়েছিল জনপ্রিয় সেই লাল টুপি। তাতেই লেখা ছিল বিখ্যাত সেই স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ (মাগা)। এক দশক পর সেই লাল টুপিকেই হাতিয়ার করল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। ব্যঙ্গ করা হল মার্কিন প্রেসিডেন্টকে।

Advertisement

আসলে গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া ট্রাম্প। বিগত কয়েক সপ্তাহ ধরেই তিনি হুমকি দিচ্ছেন। এমনকী প্রয়োজনে পৃথিবীর বৃহত্তম দ্বীপে সামরিক অভিযান চালাবেন বলেও জানিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এবং তার ‘অভিভাবক’ ডেনমার্কে শুরু হয়েছে ট্রাম্প-বিরোধী প্রতিবাদ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিকোচ্ছে সেই লাল টুপি। তাতে ‘মাগা’ স্লোগানকে ঈশৎ বদলে লেখা ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’। প্রতিবাদীদের মুখে মুখেও ঘুরছে এই স্লোগান। উল্লেখ্য, ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হন তিনি। সেই সময়তেও ট্রাম্পের মাথায় দেখা গিয়েছিল সেই লাল টুপি। উঠেছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান। 

উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল করতে নাছোড় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই দ্বীপ। তবে ট্রাম্পের সেই ইচ্ছার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপের একাধিক দেশ। বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে সমর্থনের জন্য ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর শুল্কবাণ নিক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের সেই ‘রক্তচক্ষু’কে উড়িয়ে গ্রিনল্যান্ডের পাশে থাকারই বার্তা দিয়েছে ইউরোপের দেশগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement