সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এবার বন্দুকবাজের হামলা! আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে গুলিবর্ষণ আততায়ীর। শুক্রবার স্থানীয় সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে এই ভয়াবহ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্যাম্পাসে জারি চূড়ান্ত সতর্কতা। ছুটির সময় হলেও হামলার পর সুরক্ষার স্বার্থে শিক্ষক, পড়ুয়া সকলেই ক্যাম্পাসে বন্দি হয়ে পড়েছেন। আততায়ীর গতিবিধি নজরে রেখেছে তার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও ঘণ্টাখানেক পর সোশাল মিডিয়ায় পোস্ট করে কেমব্রিজ পুলিশ জানিয়েছে যে জনতার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কোনও ভয় নেই।
শুক্রবার সন্ধ্যার খানিক আগে ম্যাসাচুসেটসে কেমব্রিজ ক্যাম্পাসের কাছে শ্যারমান স্ট্রিট এক সাইকেল আরোহীকে বন্দুক থেকে গুলি ছুঁড়তে দেখা যায়। তাতেই ছড়ায় আতঙ্ক। নিশানায় কারা ছিল, ঠিক স্পষ্ট নয় এখনও। বন্দুকবাজ এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ কোয়াডের দিকে। এরপরই পুলিশ সতর্কতা জারি করে জানায়, বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ওই কোয়াড দিয়ে বেরনোর চেষ্টা না করেন, তাতে ঝুঁকি রয়েছে। বরং সকলেই যাতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই সুরক্ষিত থাকেন, সেই পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে।
ঘণ্টাখানেক ধরে এনিয়ে আতঙ্কের পরিবেশ ছিল হার্ভার্ডের সামনে। পুলিশ বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করে। পরে অবশ্য সোশাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের তরফে জানানো হয়, আততায়ী অজ্ঞাতপরিচয়, তবে তার দ্বারা জনতার সুরক্ষা বিঘ্নিত হবে না। এরপর সকলে ক্যাম্পাস থেকে বেরন। কিন্তু হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানকে কেনই বা টার্গেট করবে কোনও বন্দুকবাজ? পুলিশের ধারণা, তেমন কোনও নির্দিষ্ট নিশানায় নয়, বন্দুকবাজ নেহাৎই হিংসাত্মক কার্যকলাপের মনোভাব নিয়ে গুলি চালিয়েছে। তবে হতাহত কেউ হয়নি, তা নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনার পর হার্ভার্ডের প্রতিটি ক্যাম্পাসের সুরক্ষা বাড়ানো হয়েছে।
