shono
Advertisement

Breaking News

New York

নিউইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মেক্সিকোর নৌসেনার জাহাজের! মৃত অন্তত ২, আহত ১৯

২৭৭ জনকে নিয়ে গন্তব্য অভিমুখে এগোচ্ছিল জাহাজটি।
Published By: Biswadip DeyPosted: 11:19 AM May 18, 2025Updated: 11:19 AM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭৭ জন যাত্রী-সহ মেক্সিকোর নৌবাহিনীর এক জাহাজ ধাক্কা মারল নিউইয়র্কের ব্রুকলিন সেতুতে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাতে এই দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৯। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

Advertisement

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স হ্যান্ডলে লিখেছেন, 'এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ২৭৭ জন যাত্রীর মধ্যে ১৯ জনের চোট লেগেছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। দু'জন আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।'

মেক্সিকোর প্রশিক্ষণরত নৌসেনা কর্মীদের প্রশিক্ষণ দিতেই এই জাহাজটি ব্যবহৃত হত। ১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল ‘কহটেমক’ নাম্নী জাহাজটির। কিন্তু ব্রুকলিন সেতুর সঙ্গে ধাক্কায় ঘটে গেল বিশ্রী দুর্ঘটনা। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে দুর্ঘটনার। ফুটেজে দেখা গিয়েছে কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ছে। ১৪৭ ফুট দৈর্ঘ্যের দু'টি মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কায় চূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু কী করে জাহাজের মাস্তুলের সঙ্গে সেতুর নিচের অংশের ধাক্কা লাগল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জাহাজটিকে পাড়ের দিকে বেঁকে যেতে দেখা গিয়েছে। জাহাজে যাঁরা ছিলেন তাঁদের অনেককেই দেখা যায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৭৭ জন যাত্রী-সহ মেক্সিকোর নৌবাহিনীর এক জাহাজ ধাক্কা মারল নিউইয়র্কের ব্রুকলিন সেতুতে।
  • এই দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৯।
  • আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
Advertisement