shono
Advertisement
Benjamin Netanyahu

'ধ্বংসযজ্ঞ শুরু হবে', বিমানবন্দরে মিসাইল হামলায় হাউথিকে হুমকি নেতানিয়াহুর

ইজরায়েলের তেল আবিবের বিমানবন্দরে মিসাইল হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর রোষানলে হাউথি বিদ্রোহীরা।
Published By: Amit Kumar DasPosted: 09:18 PM May 04, 2025Updated: 12:47 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের তেল আবিবের বিমানবন্দরে মিসাইল হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) রোষানলে হাউথি বিদ্রোহীরা। রবিবার ইয়েমেনের এই সশস্ত্র সংগঠনকে কড়া হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহুর বার্তা, 'একটা নয়, বরং দফায় দফায় হামলা চলবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।' ইজরায়েলের এই হুঁশিয়ারিতে নতুন করে মধ্যপ্রাচ্যে রক্তগঙ্গা বইতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

রবিবার দুপুরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলা (Houthi Missile Attack) চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হাউথি। এই হামলার জেরে আহত হয়েছেন ৬ জন। রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩ পার্কিং এরিয়ার কাছে আছড়ে পড়ে। সেখানে বিরাট গর্ত তৈরি হয়। যদিও এই হামলায় টার্মিনাল ভবন বা রানওয়ের কোনও ক্ষতি হয়নি বলেই খবর। তবে হামলার খবর প্রকাশ্যে আসতেই ওই বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই বিমানবন্দরেই অবতরণের কথা ছিল দিল্লি থেকে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের। অবতরণের এক ঘণ্টা আগে এই খবর পেয়ে বিমানটিকে ঘুরিয়ে আবুধাবিতে অবতরণ করা হয়।

এদিকে হামলার ঘটনার পরই হাউথিদের বিরুদ্ধে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে এক ভিডিও বার্তা দিয়ে নেতানিয়াহু বলেন, "আমরা অতীতেও এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও নেব। কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা এখনই খোলসা করব না। তবে এটুকু বলতে পারি, কোনও একটি বিস্ফোরণে এটা থামবে না, বরং দফায় দফায় হামলা চলবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েক হাজার প্যালেস্তিনীয়র। পালটা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথি, হেজবোল্লার মতো জঙ্গি সংগঠনগুলি। অতীতেও দফায় দফায় ইজরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউথিরা। পালটা জবাবে খতম হয়েছে এই দুই গোষ্ঠীর বহু শীর্ষ কমান্ডার। এবার নেতানিয়াহুর হুঁশিয়ারিতে বড়সড় ধ্বংসযজ্ঞের ইঙ্গিত পাচ্ছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইজরায়েলের তেল আবিবের বিমানবন্দরে মিসাইল হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর রোষানলে হাউথি বিদ্রোহীরা।
  • কড়া হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহুর বার্তা, 'একটা নয়, বরং দফায় দফায় হামলা চলবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।'
  • ইজরায়েলের এই হুঁশিয়ারিতে নতুন করে মধ্যপ্রাচ্যে রক্তগঙ্গা বইতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement