shono
Advertisement
Hafiz Saeed

পাকিস্তানে লস্করের নয়া জঙ্গি ঘাঁটির 'শিলান্যাসে' হাজির খোদ হাফিজ সৈয়দ? ভাইরাল ছবি ঘিরে শোরগোল

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, প্রকাশ্যে আসা ছবিতে যে ব্যক্তিকে শিলান্যাসের আচারানুষ্ঠান করতে দেখা গিয়েছে, সে হাফিজই। এর প্রেক্ষিতেই ভারতের নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, পাকিস্তান যে ভারত-বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে প্রকাশ্যেই মদত দিয়ে চলেছে, এই ছবিই তার প্রমাণ।
Published By: Saurav NandiPosted: 04:23 PM Jan 21, 2026Updated: 04:30 PM Jan 21, 2026

পাকিস্তানের মুলতানে তৈরি হচ্ছে লস্কর-ই-তৈবার নতুন জঙ্গিঘাঁটি! সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছে স্বয়ং হাফিজ সৈয়দ (Hafiz Saeed), যে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী! প্রকাশ্যে আসা কিছু ছবিতে এমনটাই দেখা গিয়েছে বলে অভিযোগ উঠল। সেই ছবির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, প্রকাশ্যে আসা ছবিতে যে ব্যক্তিকে শিলান্যাসের আচারানুষ্ঠান করতে দেখা গিয়েছে, সে হাফিজই। এর প্রেক্ষিতেই ভারতের নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, পাকিস্তান যে ভারত-বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে প্রকাশ্যেই মদত দিয়ে চলেছে, এই ছবিই তার প্রমাণ।

প্রসঙ্গত, মুম্বইয়ে জঙ্গি হামলার পাশাপাশি ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামাকাণ্ডেও হাফিজের নাম জড়িয়েছিল। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আন্তর্জাতিক চাপে পড়ে হাফিজকে গ্রেপ্তারও করেছিল পাকিস্তান। যদি পরে ছাড়া পেয়ে যায় সে। ভারতের অভিযোগ, হাফিজের গ্রেপ্তার স্রেফ চোখে ধুলো দেওয়া। ২৬/১১ মুম্বই সন্ত্রাসের মূল চক্রী হাফিজকে বিচারের জন্য চেয়ে পাকিস্তানকে ‘বার্তা’ও পাঠিয়েছিল ভারত। কিন্তু ইসলামাবাদ কখনওই তাতে রাজি হয়নি।

রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত ‘সন্ত্রাসবাদী’ হাফিজের ‘মাথার দাম’ এক কোটি ডলার ঘোষণা করেছে আমেরিকা। তিনি এখন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর গোপন ডেরায় রয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। তাঁর পুত্র তলহার বিরুদ্ধেও রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার নানা অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement