shono
Advertisement

থামল ট্রাম্পের জয়রথ, প্রথমবার প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে জয়ী ভারতীয় বংশোদ্ভূত নিকি

আইনি ঝামেলায় আটকে গিয়ে খারিজ হতে পারে ট্রাম্পের নির্বাচন লড়ার অনুমতি।
Posted: 10:38 AM Mar 04, 2024Updated: 10:38 AM Mar 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে থামল ডোনাল্ড ট্রাম্পের জয়রথ। প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে হারের মুখ দেখলেন রিপাবলিকান নেতা। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পকে (Donald Trump) হারিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি।

Advertisement

চলতি বছরেই আমেরিকার (USA) প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে ইতিমধ্যেই কয়েক মাইল এগিয়ে রয়েছেন ট্রাম্প। পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন একের পর এক প্রার্থী। তবে বারবার শোচনীয় পরাজয়ের পরও মাটি কামড়ে পড়ে থেকেছেন নিকি হ্যালি (Nikki Haley)। লড়াইয়ে ময়দান থেকে নাম তুলে নেননি। প্রতিপক্ষ ট্রাম্পের লাগাতার আক্রমণের মধ্যেও ভোটের প্রচার করেছেন ইন্দো-মার্কিন রাজনীতিবিদ।

[আরও পড়ুন: ৮ বার তলব এড়িয়েছেন, অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি কেজরিওয়াল

তার ফল মিলেছে ওয়াশিংটনে। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ভারতীয় বংশোদ্ভূত নিকিকে বেছে নিয়েছেন ৬৩ শতাংশ ভোটার। প্রথমবার প্রাথমিক নির্বাচনে জয় পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নিকি। তাঁর কথায়, “ডোনাল্ড ট্রাম্প আর তাঁর নাটক একেবারে ছুড়ে ফেলে দিয়েছেন রিপাবলিকান সমর্থকরা।” তবে নির্বাচনে হেরেও ট্রাম্প রয়েছেন স্বমেজাজে। নিকিকে ‘জঙ্গলের রানি’ তকমা দিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের তোপ, সমস্ত জঙ্গল সাফ করে আমেরিকাকে সেরা করে তুলবেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবারই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত হবে। ওইদিন ১৫টি প্রাথমিক নির্বাচন হবে। তবে আগের প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করায় অনেকখানি এগিয়ে রয়েছেন ট্রাম্প। গত শনিবারই দক্ষিণ ক্যারোলিনায় জয় পেয়েছিলেন। তার আগে লোয়া, নিউ হ্যাম্পশায়ার, নাভেদা, ভার্জিন আইল্যান্ডেও জয়ের হাসি হেসেছেন। যদিও আগামী ২৫ মার্চ ট্রাম্পের প্রথম ক্রিমিনাল ট্রায়াল শুরু হওয়ার কথা। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে। সব মিলিয়ে বর্ষীয়ান নেতা স্বাস্থ্য ও আইনি ঝামেলায় শেষ মুহূর্তে ছিটকে গিয়ে হ্যালির সম্ভাবনা ফের উজ্জ্বল হবে, এই আশাও রয়েছে। এহেন পরিস্থিতিতে নিকির জয় বেশ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: জলসংকটের মাঝেই অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে বেঙ্গালুরু, জারি সতর্কতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement