উষ্ণ সুইমিং পুলে স্নান করছেন বেশ কয়েকজন তরুণী। ঠিক তার পাশেই হাসিমুখে বসে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! খোশমেজাজে তরুণীদের সঙ্গে আলাপচারিতায় মশগুল তিনি। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নবনির্মিত একটি স্পা পরিদর্শন করেন। পাশাপাশি, ঘুরে দেখেন একটি বিলাসবহুল রিসর্ট। সেখানে রয়েছে একাধিক স্নানাগার এবং গরম জলের পুল। রিসর্টটিতে আমন্ত্রিত ছিলেন অনেকে। সেই অতিথিরাই গরম জলের পুলে জলকেলি করছিলেন। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শীতপোশাকে উত্তর কোরিয়ার একনায়ক সবকিছু ঘুরে ঘুরে দেখছেন। তারপর রিসর্টের একটি স্নানের জায়গায় উপস্থিত হন। যেখানে রয়েছে গরম জলের পুল। সেখানেই স্নান করছেন কয়েকজন তরুণী। পুলের পাশেই বসে পড়েন কিম। তারপরই খোশমেজাজে তরুণীদের সঙ্গে গল্প করতে দেখা যায় উত্তর কোরিয়ার শাসককে। তাঁর মুখে লেগে ছিল হাসি।
সম্প্রতি কিমের এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কৌতুহল তৈরি হয়েছে। কারণ, উত্তর কোরিয়ার খবর সাধারণত প্রকাশ্যে আসে না। তাছাড়া কিমকে নিয়ে রয়েছে বহু দুর্নামও। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার শাসকের এরকম একটি ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।
