সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পরে তাঁর কথায় হাসির ছররা ছুটেছিল নেট ভুবনে। এবার পাক সেনার (Pakistan Army) সেই সেনাকর্তায় সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মেরে শিরোনামে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। বইছে নিন্দার ঝড়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন।
কী দেখা যাচ্ছে ভাইরাল ক্লিপে? মহিলা সাংবাদিক আবসা কোমল পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকে প্রশ্ন করেছিলেন ইমরান খান সম্পর্কে। জানতে চেয়েছিলেন ইমরান সম্পর্কে 'জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক', 'দেশবিরোধী', 'দিল্লির হাতের পুতুল' জাতীয় যে মন্তব্য তিনি করছেন তারই প্রেক্ষিত সম্পর্কে। চৌধুরী বলেন, ''এখানে চতুর্থ একটা বিষয়ও যোগ করতে পারেন। উনি একজন জেহনি মরিজ (মানসিক রোগী)।'' আর তারপরই মৃদু হেসে চোখ মারেন তিনি। ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বহু নেটিজেন প্রশ্ন তুলছেন, ''সেনার উর্দি পরে কেউ কীভাবে চোখ মারতে পারেন?''
প্রসঙ্গত, কয়েকদিন আগেও এমন মন্তব্য করেছিলেন তিনি। টিভিতে এক ভাষণে শরিফ বলেছেন, ''আত্মপ্রেমী ইমরানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এত বেশি যে, উনি বিশ্বাস করেন আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে আর কোনও কিছুই থাকতে দেব না।” সেই সঙ্গেই তাঁর খোঁচা, যাঁরা কারাবন্দি নেতাকে দেখতে যাচ্ছেন তাঁরা আসলে সেনার বিরুদ্ধেই বিষ ছড়াচ্ছেন।
উল্লেখ্য, গত মে মাসে এই পাক সেনাকর্তা 'হাসির খোরাক' হয়েছিলেন। ভারতীয় সেনার অনুকরণে 'সিরিয়াস' সাংবাদিক সম্মেলন করতে বসে চূড়ান্ত ব্যর্থ হয় পাক সেনা। তাদের প্রতিনিধি হিসেবে সোশাল মিডিয়ায় ট্রোলড হন আহমেদ শরিফ চৌধুরী। নেটিজেনরা বলেন, পাক সাংবাদিক সম্মেলনটি ছিল ভারতীয় সেনার অনুকরণ। কিন্তু সেখানে যা দাবি করা হয়, তার সপক্ষে কোনও চিত্তাকর্ষক দৃশ্য বা প্রমাণ ছিল না। যা কার্যতই 'হোয়াটসঅ্যাপের ফরোয়ার্ড করা মেসেজ ও পাওয়ার পয়েন্টের রূপকথা' মাত্র!
