shono
Advertisement

পাকিস্তানে কেবল কারের তার ছিঁড়ে বিপত্তি, ১২০০ ফুট উঁচু থেকে ঝুলছে ৬ শিশু-সহ ৮

সকাল সাতটা থেকে আটকে পড়েছেন কেবল কারের যাত্রীরা।
Posted: 02:20 PM Aug 22, 2023Updated: 02:22 PM Aug 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল কারের তার ছিঁড়ে মাঝ আকাশে আটকে পড়ল পাকিস্তানের (Pakistan) ছয় স্কুল পড়ুয়া। খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের পার্বত্য এলাকায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ কেবল কারটি তার ছিঁড়ে ঝুলে যায়। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করা যায়নি। মাটি থেকে অন্তত ১২০০ ফুট উঁচুতে ঝুলছে এই কেবল কারটি।

Advertisement

জানা গিয়েছে, ওই কেবল কারে চেপেই নিয়মিত স্কুলে যায় পড়ুয়ারা। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ আচমকাই কেবল কারের সংযোগ রক্ষাকারী একটি তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে বিপজ্জনকভাবে ঝুলতে শুরু করে কেবল কারটি। ছয় স্কুল পড়ুয়া-সহ মোট আটজন ছিলেন সেখানে। ঘটনার খবর পেয়েই ওই এলাকায় পৌঁছয় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। যদিও উদ্ধারকাজ শুরু করতে পারেনি তারা।

[আরও পড়ুন: ‘পালিয়ে যাইনি, ট্রেকিংয়ে ছিলাম’, যাদবপুর কাণ্ডে অন্যতম সন্দেহভাজন অরিত্রর আত্মপ্রকাশ!]

পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সেনা-সকলেই আটকে পড়া কেবল কার থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় বিপজ্জনকভাবে ঝুলছে কেবল কারটি, তার নাগাল পাচ্ছেন না উদ্ধারকারীরা। এহেন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন কেবল কারের যাত্রীরা। ফোনে একজন যাত্রী বলেন, “দয়া করে আমাদের উদ্ধার করুন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এইভাবে ঝুলছি। ইতিমধ্যেই একজন অজ্ঞানও হয়ে গিয়েছেন। সামরিক কপ্টার এলেও এখনও আমাদের উদ্ধার করতে পারেনি।”

স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রায় ১২০০ ফুট উঁচু থেকে ঝুলছে কেবল কারটি। পার্বত্য এলাকায় হেলিকপ্টার ছাড়া উদ্ধারকাজ চালানো একেবারে অসম্ভব। তবে সেনার কপ্টার পৌঁছলেও এখনও উদ্ধারকাজে কোনও দিশা মেলেনি বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

[আরও পড়ুন: ‘ব্যর্থতা মানতে পারছি না’, লুনা-২৫ ভাঙার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে রুশ বিজ্ঞানী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement