সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু জল্পনা খারিজ করল পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রধান পরামর্শদাতা রানা সানাউল্লাহ জানালেন, "আদিয়ালা জেলে দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান। তাঁর মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। সরকার এমন কোনও পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে।"
শাহবাজের পরামর্শদাতা এদিন বিবৃতি জারি করে জানান, জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন ও ওষুধ দিচ্ছেন। জেলে ব্যায়ামও করেন তিনি। তাঁর আরও দাবি, ইমরান খান তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেন। এর আগে দু'বার উসকানি দিয়ে তিনি ইসলামাবাদে আক্রমণ করিয়েছিলেন। কিন্তু এখনও জেল থেকে তাঁকে কোনওরকম অশান্তি ছড়াতে দেবে না সরকার। স্পষ্টভাষায় ওই আধিকারিক জানান, জেলে দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান। তাঁর মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা।
ইমরানের মৃত্যুসংবাদ ‘ভিত্তিহীন’ বলে আগেই জানানো হয়েছে আদিয়ালা জেলের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে। কিন্তু তবুও গুঞ্জন অব্যাহত। এই পরিস্থিতিতে ছেলে কাশিম খানকে বলতে শোনা গিয়েছে, ”কোনও ফোন কল নেই, কোনও সাক্ষাৎ মেলেনি, জীবিত থাকার কোনও প্রমাণও পাইনি। আমি আর আমার ভাইরা বাবার সঙ্গে কোনও রকম যোগাযোগই করতে পারছি না।” তিনি জানিয়েছেন, ইমরানকে গত ৬ সপ্তাহ ধরে একা একটা সেলে রাখা হয়েছে। দেখা করতে দেওয়া হয়নি বোনদের সঙ্গেও। কাশিমের অভিযোগ, শাহবাজ শরিফ সরকার ও তার পরিচালকরা সকলেই ‘আইনত, নৈতিক ভাবে এবং আন্তর্জাতিক বিচারে’ অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক, এই আহ্বানও জানিয়েছেন ইমরানপুত্র।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এহেন পরিস্থিতির মাঝে ইমরানের মৃত্যু সংবাদ গোটা পাকিস্তানে সাড়া ফেলে দিয়েছে। ইমরানের দল পিটিআইয়ের নেতা-কর্মীরা আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হোক, এই দাবিতে উঠেছে স্লোগান। পিটিআইয়ের দাবি, ইমরান খানের পরিবার বা আইনজীবী দলের কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হোক। যদিও সে দাবিতে সাড়া দেয়নি জেল কর্তৃপক্ষ।
