shono
Advertisement

FATF-এর ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে আসতে পারে পাকিস্তান, নজর বৈঠকের দিকে

চার বছর ধরে এই তালিকায় রয়ে গিয়েছে ইসলামাবাদের নাম।
Posted: 12:42 PM Oct 16, 2022Updated: 12:42 PM Oct 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। এই পরিস্থিতিতে ১৮ থেকে ২১ অক্টোবর প্যারিসে বৈঠকে বসছে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। সম্ভাবনা তৈরি হয়েছে, এই বৈঠকেই শাপমুক্তি হতে পারে ইসলামাবাদের। ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে আসতে পারে পাকিস্তান।

Advertisement

একটি সূত্রের দাবি, সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে সংস্থাটি পাকিস্তানকে ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব ক’টি শর্তই নাকি ইসলামাবাদ পূরণ করেছে! ওই শর্তের মধ্যে ২৭টি ছিল সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত এবং সাতটি বেআইনি অর্থ পাচারের বিষয়ে। ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পাকিস্তান সফর করে এফএটিএফ-এর ১৫ সদস্যের একটি দল। ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইইউ, এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) এবং অন্যান্যদের প্রতিনিধিরা পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন রিপোর্ট জমা দেবেন এবং আলোচনা করবেন। ‘ধূসর তালিকা’ থেকে বেরনোর বিষয়ে আশাবাদী পাক কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের হদিশ, শিবপুরে গাড়ির ভিতর নগদ ২ কোটি ও সোনা-হিরের গয়না]

তা হলে বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়াও ইসলামাবাদের পক্ষে আন্তর্জাতিক সাহায্য পেতে সুবিধা হবে। তবে একটি মহলের ধারণা, হাওয়ালা, অর্থ পাচার নিয়ে অন্য সদস্য দেশগুলি আপত্তি জানালে প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে।

নমাজ পড়ে বেরিয়ে আসার সময় গুলি করে খুন করা হল বালুচিস্তান হাই কোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতিকে। পাকিস্তানের (Pakistan) বালুচিস্তান প্রদেশের খারান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত প্রাক্তন বিচারপতির নাম মহম্মদ নুর মাসকানজাই। তাঁকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়। খারান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে কোয়েটার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। বালুচিস্তান পুলিশ সূত্রে খবর, আততায়ীরা তঁার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করছিল। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে দুই সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে। প্রসঙ্গত, খারানকে বালুচিস্তান প্রদেশের অন্যতম বিপজ্জনক এলাকা বলে গণ্য করা হয়। এর আগেও খারানে সরকার বিরোধী একাধিক জঙ্গি হামলা চালানো হয়েছে।

[আরও পড়ুন: কোভিড রুখে সুনাম কুড়িয়েছিলেন, বড়সড় দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement