সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের আশঙ্কায় সোয়াব টেস্ট করা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রয়োজনে তাঁকে আইসোলেশনেও যেতে হতে পারে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: করোনা আবহেও সন্ত্রাসে মদত! ৩,৮০০ জঙ্গির উপর নজরদারি বন্ধ করল পাকিস্তান]
তা আচমকা ইমরানের করোনা টেস্ট কেন? উত্তর, বিপত্তির শুরু পাকিস্তানের এক নামী সমাজকর্মীকে ঘিরে। এপ্রিল মাসের ১৫ তারিখ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সমাজকর্মী ফয়জল এধি। প্রধানমন্ত্রীর হাতে করোনা ত্রাণ তহবিলের জন্য ১ কোটি টাকার চেক তুলে দেন তিনি। সেখান থেকে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সমাজকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা জানা যায়। ফলে, ইমরানেরও সংক্রমিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সিইও এবং ইমরান খানের ব্যক্তিগত চিকিত্সক, ফয়জল সুলতান জানান, ইমরান দেশের দায়িত্বপূর্ণ নাগরিক। নিয়ম মেনে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। এখনও রিপোর্ট আসেনি। প্রয়োজন পড়লে আইসোলেশনেও যেতে হতে পারে।
সমাজকর্মী ফয়জল এধির পুত্র সাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থেকে ফিরে আসার পর দিন চারেকের জন্য তাঁর বাবার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তারপর অনেকটি সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। বর্তমানে ইসলামাবাদের বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন ফয়জল এধি। এদিকে, ইমরান আইসোলেশনে চলে গেলে সরকারের রোজকার কাজ কে চালাবে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। ফয়জল এধির সঙ্গে দেখা করার পর বেশ কয়েকটি বৈঠকএ অংশগ্রহণ করেন পাক প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এপর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত প্রায় ১০ হাজার মানুষ। এই মারণ রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন। করোনা ভাইরাসের হামলায় বিপন্ন পাকিস্তানের অর্থনীতি। বিদেশি মুদ্রার তহবিল প্রায় শূন্য। পাশাপাশি, দেখা দিয়েছে খাদ্য সংকট। এহেন সময়ে বিশ্বের কাছে বকেয়া ঋণ মকুব এবং আর্থিক মদতের আরজি জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে সম্প্রতি সাড়া দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF। করোনার জেরে উৎপন্ন আর্থিক সঙ্কট মোকাবিলায় প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে তারা।
[আরও পড়ুন: ‘ভারত করোনার সঙ্গে লড়ছে আর পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে’, তোপ সেনাপ্রধানের}
The post সংক্রমণের আশঙ্কা, করোনা টেস্ট পাক প্রধানমন্ত্রী ইমরান খানের appeared first on Sangbad Pratidin.
