shono
Advertisement
Pakistan

অর্থনীতির হাল বেহাল, তবুও যুদ্ধ আবহে প্রতিরক্ষা খাতে ১৮% বরাদ্দ বৃদ্ধির অনুমোদন পাকিস্তানের

১৭.৫ ট্রিলিয়ন অর্থের নতুন বাজেট কাঠামোর প্রস্তাব দিয়েছেন শাহবাজ।
Published By: Subhodeep MullickPosted: 09:14 PM May 06, 2025Updated: 09:14 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল: রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আর্থিক সংকটের জেরে এমনিতেই বিপাকে পাকিস্তান। তাঁর উপর পহেলগাঁওয়ের ঘটনা বিশ্ব রাজনীতিতে আরও কোণঠাসা করেছে ইসলামাবাদকে। কিন্তু তাও ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধের মেজাজে পাকিস্তান। অন্যদিকে, পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে প্রস্তুত নয়াদিল্লিও। এই প্রেক্ষিতে এবার নিজেদের প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধির অনুমোদন করল পাকিস্তান সরকার। এমনটাই দাবি করছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম।

Advertisement

আগামী মাসের প্রথম সপ্তাহে আর্থিক বছর ২০২৫-২৬ সালের বাজেট প্রকাশ করতে চলেছে পাকিস্তান। তার আগে সোমবার বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওই বৈঠকে শাহবাজ ১৭.৫ ট্রিলিয়ন অর্থের নতুন বাজেট কাঠামোর প্রস্তাব দেন। এমনকী প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথাও তিনি বলেন। জানা গিয়েছে, শাহবাজের অন্যতম সহযোগী পিপিপি এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। উল্লখ্য, চলতি অর্থবছরে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ২১২২ বিলিয়ন। ১৮ শতাংশ বৃদ্ধির ফলে আগামী অর্থ বছরে এই অঙ্ক গিয়ে দাঁড়াবে ২৫০০ বিলিয়ানের কাছাকাছি।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সংঘাতের আবহে শনিবার ৪৫০ কিমি পাল্লার একটি ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষা হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। ওই ব্যালেস্টিক মিসাইলটির নাম ‘আবদালি ওয়েপন সিস্টেম’। তারপর রবিবার ‘ফাতেহ’ নামে ১২০ কিমি পাল্লার শক্তিশালী দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানায় ইসলামাবাদ।

এদিকে যুদ্ধ আবহে পাকিস্তানকে শিক্ষা দিতে প্রস্তুত ভারতও। গত শুক্রবার উত্তরপ্রদেশের সাহারনপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন যুদ্ধ বিমান অবতরণ ও উত্তরণের মহড়া সেরেছে ভারতীয় বায়ুসেনা। সকালে ও রাতে দু’দফায় গঙ্গা এক্সপ্রেসওয়ের মাঝে সাড়ে তিন কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপে কান ফাটানো আওয়াজে ‘ল্যান্ড অ্যান্ড গো ফ্লাইপাস্ট’ করে বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার। রাফেল, সুখোই এসইউ ৩০ এমকেআই, বালাকোটে এয়ারস্ট্রাইক করা মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন ৩২, এমআই-১৭ হেলিকপ্টারও এদিন অংশ নিয়েছে মহড়ায়। যদিও পহেলগাঁও নাশকতার আবহে দেশজুড়ে যখন ওঠা শুরু হয়েছে যুদ্ধের জিগির, তখন এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আর্থিক সঙ্কটের জেরে এমনিতেই বিপাকে পাকিস্তান।
  • তাঁর উপর পহেলগাঁওয়ের ঘটনা বিশ্ব রাজনীতিতে আরও কোণঠাসা করেছে ইসলামাবাদকে।
  • এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধির অনুমোদন করল পাক সরকার।
Advertisement