shono
Advertisement
Paris

৭ মিনিটের অপারেশনে 'ফাঁকা' লুভ্যর মিউজিয়াম! ৩ দিনের তদন্তের পরে খুলল দর্শনার্থীদের জন্য

চুরি যাওয়া রত্নগুলির মূল্য আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরো অর্থাৎ ৮৯৬ কোটি টাকা।
Published By: Anustup Roy BarmanPosted: 09:34 PM Oct 22, 2025Updated: 09:34 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের ভিতরে ঢুকে অমূল্য সব সম্পদ চুরি। লুটেরাদের এমন দুর্ধর্ষ অপারেশন দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন ফ্রান্সের দুঁদে গোয়েন্দারাও। চুরির ঘটনার তিন দিন পর অবশেষে বুধবার সকালে ফের দর্শকদের জন্য খুলে গেল মিউজিয়ামটি।

Advertisement

যেখানে চুরির ঘটনা ঘটেছিল সেই অ্যাপোলো রুম দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। শত শত দর্শনার্থীদের কাচের পিরামিড আকৃতির প্রবেশদ্বারের বাইরে অপেক্ষা করেন। লুভ্যর মিউজিয়াম সাধারণত মঙ্গলবার বন্ধ থাকে। চুরির পর থেকে তদন্তের জন্য টানা বন্ধ ছিল দর্শনার্থীদের জন্য।

মঙ্গলবার প্যারিসের প্রসিকিউটর বলেছেন, চুরি যাওয়া রত্নগুলির মূল্য আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরো অর্থাৎ ৮৯৬ কোটি টাকা। কিন্তু রত্নের ঐতিহাসিক গুরুত্ব ফ্রান্সের কাছে অমূল্য। বিশ্বের সর্বাধিক দর্শনার্থী আসে লুভ্যর মিউজিয়ামে। রবিবারের চুরির ঘটনায় প্রায় ১০০ জন তদন্ত করছেন বলে জানা গিয়েছে।

ফরাসি পত্রিকা 'লা পারিসিয়েন'-এর রিপোর্ট অনুযায়ী, ল্যুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ, মিউজিয়াম খোলার আগে। সেইন নদীর দিক দিয়ে দুষ্কৃতীরা আসে। ওইদিকে মিউজিয়ামের সংস্কারের কাজ চলছিল। সেই সুযোগে হাইড্রলিক ল্যাডার নিয়ে সোজা উপরে উঠে যায়। তাদের টার্গেট ছিল অ্যাপোলো গ্যালারি। এখানে ফরাসি রাজা-রানিদের ব্যবহৃত সমস্ত মুকুট প্রদর্শনীর জন্য রাখা থাকে। এছাড়া থাকে বিভিন্ন বহুমূল্য গয়না, যা শুধু দামেই নয়, ঐতিহাসিক দিক থেকেও খুব বড় সম্পদ। অ্যাপোলো গ্যাালারির জানলা 'ডিস্ক কাটার' দিয়ে কেটে তারা সেখানে প্রবেশ করে। নেপোলিয়ানের নেকলেস, ব্রোচ-সহ বেছে বেছে ৯টি এমন সম্পদ নিয়ে পালায় ডাকাতদল। গোটা অপারেশনে মাত্র ৭ মিনিট সময় লেগেছে তাদের। এসব বিস্তারিত জানিয়েছেন ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নানেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্ধর্ষ অপারেশন দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন ফ্রান্সের দুঁদে গোয়েন্দারাও।
  • তিন দিন পর অবশেষে বুধবার সকালে ফের দর্শকদের জন্য খুলে গেল মিউজিয়ামটি।
  • প্রায় ১০০ জন তদন্ত করছেন বলে জানা গিয়েছে।
Advertisement