সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতা ধরে রাখলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শেষ পর্যন্ত চলতি নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজিত হল পিটার ডাটনের নেতৃত্বাধীন লিবারেল পার্টি। ইতিমধ্যে আলবানিজের জয়ের কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল এবিসি। ৪৮তম প্রধানমন্ত্রী হওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আলবানিজ।
শনিবার সকাল ৮টায় (অস্ট্রেলিয়ার স্থানীয় সময়) শুরু হয় ভোট গ্রহণ। যা শেষ হয়ে সন্ধ্যা ৬টা নাগাদ। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল এক কোটি ৮০ লক্ষ। ফল প্রকাশের পর দেখা যায় ৮৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। ২০২২-এর নির্বাচনকে ছাপিয়ে সাতটি বেশি আসন পেয়েছে। অন্যদিকে লিবারাল ন্যাশনাল পার্টি জিতেছে ৩৩ আসন। বিশ্লেষকরা জানাচ্ছেন, ট্রাম্পের শুল্ক নীতির নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়ার নাগরিকরা। পরিবর্তনে আগ্রহ ছিল না ভোটারদের। সে দেশের একাধিক সংবাদমাধ্যমের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে শঙ্কিত ভোটাররা। এই অবস্থায় নতুন নেতৃত্বের বদলে অ্যান্টনি আলবানিজের উপরেই ভরসা রেখেছে আমজনতা।
অস্ট্রেলিয়ায় এবারের ভোটে মূল্যবৃদ্ধিকে প্রচারে আলোয় রেখেছিল দুই দল লেবার এবং লিবারেল পার্টি। এই অবস্থায় পাঁচ সপ্তাহের প্রচার শেষে আলবানিজ প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্বিতীয় মেয়াদে তিনি আবাসন সাশ্রয়ী করবেন এবং অস্ট্রেলিয়ার সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘মেডিকেয়ার’কে আরও শক্তিশালী করবেন। নির্বাচনের ফল দেখে মনে করা হচ্ছে আলবানিজ বিশ্বাস করেছে আমজনতা। সেই কারণেই ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
