সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে তুরস্কের 'শত্রু' দেশটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সোমবার তাঁকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিও থার্ড' সম্মান দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান আসলে ১৪০ কোটি ভারতীয়ের। সেই সঙ্গে মনে করিয়ে দেন, এটা যুদ্ধের সময় নয়।
পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীরতর হওয়ার সময়েই প্রধানমন্ত্রী মোদির এই সাইপ্রাস সফর কৌশলগত ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত-পাকিস্তানের মতোই তুরস্ক ও সাইপ্রাসের মধ্যেও সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। তাছাড়া, ভৌগোলিক অবস্থানের কারণে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস। এই পরিকাঠামো প্রকল্প ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও বারবার সমর্থন করেছে সাইপ্রাস। তাই ভারত-পাক সংঘাতের আবহেই সাইপ্রাস সফর ভারতের পক্ষে লাভজনক হতে পারে।
রবিবার লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান সাইপ্রাসের রাষ্ট্রপতি। সোমবার তিনি গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিও থার্ড' সম্মান তুলে দেন মোদির হাতে। সম্মান পেয়ে তিনি বলেন, "এই সম্মান পেয়ে আমি আপ্লুত। আমাদের দুই দেশের বন্ধুত্বকে উৎসর্গ করলাম এই সম্মান। তবে এই গ্র্যান্ড ক্রস আমাদের ১৪০ কোটি ভারতীয়ের জন্য।" উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সাইপ্রাস সবসময় ভারতের পাশে থেকেছে। এছাড়াও অস্ত্র পাচার, সন্ত্রাসদমন, তথ্য আদানপ্রদানের মতো বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে। ইরান-ইজরায়েলের সংঘাতের প্রসঙ্গে মোদি বলেন, "এটা মোটেও যুদ্ধের সময় নয়। ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় যেভাবে সংঘাত চলছে সেই নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।" সাইপ্রাস যেভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের পাশে রয়েছে, তার প্রশংসা করেছেন মোদি।
