shono
Advertisement
Donald Trump- Vladimir Putin

উড়ো খই গোবিন্দায় নমঃ! 'পিস বোর্ডে' আমেরিকাকে মাত দিতে 'ট্রাম্প কার্ড' পুতিনের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। পশ্চিমের একাধিক দেশে ছড়িয়ে থাকা রাশিয়ার ৩০০ বিলিয়ন ডলার ফ্রিজ করা হয়েছে। জি-৭ দেশগুলি যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে। শুধু আমেরিকাতেই বাজেয়াপ্ত হয়েছে রাশিয়ার প্রায় ৫ বিলিয়ন ডলার।
Published By: Amit Kumar DasPosted: 04:40 PM Jan 23, 2026Updated: 05:30 PM Jan 23, 2026

বিশ্ব কূটনীতির দাবার বোর্ডে কাঁটা দিয়েই কাঁটা তুলতে উদ্যত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্য তৈরি হওয়া গাজা পিস বোর্ডে রাশিয়াকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গাজার উন্নতির স্বার্থে এই বোর্ডে ১ বিলিয়ন ডলার দিতে আগ্রহ প্রকাশ করল মস্কো। তবে তার জন্য বিশেষ শর্ত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। জানালেন, আমেরিকার দ্বারা বাজেয়াপ্ত করা রুশ সম্পত্তি থেকে কেটে নিতে হবে এই অর্থ। পিস বোর্ডে পুতিনের এই 'ট্রাম্প কার্ড' দেখে ওয়াকিবহাল মহলের মত, আসলে পুতিন গোপাল ভাঁড়ের গল্পের সেই 'উড়ো খই গোবিন্দায় নমঃ' নীতি নিয়েছেন।

Advertisement

গাজায় শান্তি ফেরাতে নয়া উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গঠন করা হয়েছে 'বোর্ড অফ পিস'। এই বোর্ডের সদস্য হওয়ার জন্য বিশ্বের ৬০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। জানা যাচ্ছে, এই বোর্ড অফ পিস-এ যোগ দিলে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই গোষ্ঠীর সদস্যপদ পাওয়া যাবে। তবে স্থায়ী সদস্যপদ পেতে গেলে ব্যয় করতে হবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৯ হাজার কোটি টাকা)। আমন্ত্রিত ৬০টি দেশের তালিকায় রয়েছে রাশিয়াও। সেই আমন্ত্রণ পাওয়ার পরই নয়া চাল চাললেন পুতিন। প্যালেস্টাইনের নেতা মহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন জানালেন, তিনি ১ বিলিয়ন ডলার গাজায় দান করতে প্রস্তুত। এই অর্থ দান করা হবে প্যালেস্টাইনের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্কের কারণে। তাঁর প্রস্তাব, আমেরিকা রাশিয়ার যে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেখান থেকেই এই অর্থ গাজায় দান করা হোক।

আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। পশ্চিমের একাধিক দেশে ছড়িয়ে থাকা রাশিয়ার ৩০০ বিলিয়ন ডলার ফ্রিজ করা হয়েছে। জি-৭ দেশগুলি যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে। শুধু আমেরিকাতেই বাজেয়াপ্ত হয়েছে রাশিয়ার প্রায় ৫ বিলিয়ন ডলার। রাশিয়া বারবার এই অর্থ ছেড়ে দেওয়ার দাবি জানালেও তা কানে তোলেনি আমেরিকা। এবার সুযোগ পেয়ে আস্তিনে লোকানো ট্রাম্প কার্ড ছাড়লেন পুতিন। মস্কো জানে, বাজেয়াপ্ত করা এই অর্থ রাশিয়া সহজে আর ফেরত পাবে না। ফলে হাতছাড়া হওয়া সেই অর্থের ঘুরপথে সদ্ব্যবহার করতে চান পুতিন। পিস বোর্ডের স্থায়ী সদস্য হওয়ার জন্য প্রয়োজন ১ বিলিয়ন ডলার। সেই পরিমাণ অর্থই এবার রাশিয়ার ফ্রিজ করা অর্থ থেকে কেটে নেওয়ার প্রস্তাব দেওয়া হল।

শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্যও একইভাবে অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-এ রাশিয়া যোগ দেবে কি না সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছুই জানানো হয়নি মস্কোর তরফে। তবে গাজার উন্নতিতে বোর্ডের সদস্যপদের অর্থের সমপরিমাণ ১ বিলিয়ন ডলারের সাহায্যের প্রস্তাব দিয়ে আসলে আমেরিকার কোর্টেই বল ফেললেন পুতিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement