সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবৈষম্যের কালো মেঘ ফের ঘিরল বাকিংহাম প্যালেসকে। কাঠগড়ায় স্বয়ং রাজা চার্লস ও রাজবধূ তথা প্রিন্সেস অফ ওয়ালেস ক্যাথরিন। ওমিড স্কুবির বই ‘এন্ডগেমে’র ডাচ সংস্করণ ঘিরে শোরগোল ইংল্যান্ডে। সেখানে নাকি পরিষ্কার দাবি করা হয়েছে, রাজকুমার হ্যারি (Prince Harry) ও তাঁর স্ত্রী মেগানের সন্তান প্রিন্স আর্চির জন্মের আগে নাতির গায়ের রং কতটা কালো হতে পারে তা নিয়ে নাকি আলোচনা করেছিলেন শ্বশুর চার্লস ও বউমা ক্যাথরিন।
২০২১ সালে ওপরা উইনফ্রের শোয়ে হ্যারি-মেগানের সাক্ষাৎকার ঘিরে বিতর্ক ঘনিয়েছিল। সেই সময় চার্লস ছিলেন প্রিন্স অফ ওয়েলস। ক্যাথরিন ছিলেন ডাচেস অফ কেমব্রিজ। তখনই নাকি মেগান উইনফ্রেকে বলেছিলেন, আর্চির জন্মের আগে রাজ পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছিল তাঁর সন্তানের গায়ের রং কী হতে পারে তা নিয়ে। তখনও পর্যন্ত অনাগত বংশধর কতটা কালো হবে তা নিয়ে রীতিমতো উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। কিন্তু সেই নাম তখনও প্রকাশ্যে আসেনি। বইয়ের ইংরেজি সংস্করণে স্কুবি লিখেছিলেন, তিনি ওই দুই ব্যক্তির নাম জানেন। কিন্তু আইনি ঝামেলা এড়াতে নাম নিতে চান না।
[আরও পড়ুন: পাত্রকে পছন্দ নয় বন্ধুদের, বিয়ে বাতিলের চারদিন পরেই রহস্যমৃত্যু তরুণীর]
কিন্তু ডাচ সংস্করণে প্রকাশ্যে আনা হয়েছে চার্লস (King Charles) ও ক্যাথরিনের (Catherine) নাম। আর তার পরই বিতর্ক ঘনীভূত হয়েছে। খোদ স্কুবি বলছেন, তিনি বুঝতেই পারছেন না কী করে নামগুলো ডাচ সংস্করণে প্রকাশিত হল! পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ডাচ অনুবাদে ভুল ছাপা হয়েছে। এবং তা সংশোধনের কাজটি শুরু হয়েছে।’’