shono
Advertisement

সাচ্চা হিন্দু! হাতে তাগা বেঁধেই ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব নিলেন ঋষি, উচ্ছ্বসিত নেটিজেনরা

এর আগেও একাধিকবার ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে।
Posted: 09:35 PM Oct 25, 2022Updated: 02:45 PM Oct 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গর্বিত হিন্দু। ব্রিটেনে দীর্ঘদিন বসবাস করলেও নিজের শিকড় ভুলে যাননি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। এর আগেও একাধিকবার নিজের ধর্মের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে যেদিন তিনি দায়িত্ব নিলেন, সেদিনও সেটা প্রকাশ পেল। মঙ্গলবারও তাঁর হাতে দেখা গেল হিন্দুদের পবিত্র ধর্মীয় তাগা।

Advertisement

ইংল্যান্ডে বাস করেও ঋষি যে হিন্দু ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল, সেটা বারবার তাঁর আচরণে প্রমাণ হয়েছে। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা গিয়েছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে। রীতিমতো হরে কৃষ্ণ (Hare Krishna) লেখা উত্তরীয় পরে হাতজোড় করে প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রচার চলাকালীন গোপূজা করেছেন কনজারভেটিভ পার্টির নেতা। তাঁকে আরতি করতেও দেখা গিয়েছে।

[আরও পড়ুন: ৫০ শতাংশ নির্মাণকাজ শেষ, ২০২৪ লোকসভার আগেই খুলবে অযোধ্যার রাম মন্দির, জানাল ট্রাস্ট]

এবার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের দিনও তিনি গেলেন তাগা হাতে। যা দেখে উচ্ছ্বসিত এ দেশের নেটিজেনরা। বিদেশের মাটিতে থেকেও যেভাবে নিজের ধর্মের প্রতি আনুগত্য দেখিয়েছেন ঋষি, তাতে আপ্লুত নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় আবার ভেসে আসছে তাঁর পুরনো পুজো করার ভিডিওগুলি।

[আরও পড়ুন: প্যারোল মুক্তি পেয়েই স্বমেজাজে ধর্ষক রাম রহিম! প্রকাশ করলেন নতুন গানের ভিডিও]

উল্লেখ্য, সুনাকের পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় চলে গিয়েছিলেন। পরে সেখান থেকে ব্রিটেনে গিয়ে বসবাস করতে শুরু করেন। বর্তমানে ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সুনাক। মজার কথা হল, সুনাকের পূর্বপুরুষেরা শিখ ধর্মের হলেও সুনাক নিজে হিন্দু। ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। তাৎপর্যপূর্ণভাবে ঋষি ব্রিটেনের নাগরিক হলেও তাঁর স্ত্রী অক্ষতা (Akshata Murthy) আবার ভারতের নাগরিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement