shono
Advertisement
Russia

পুরনো এস ৩০০-তে কুপোকাত অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান! রুশ দাবিতে চাঞ্চল্য

ইউক্রেন ২০২৪ সালের আগস্টে এফ-১৬ পায় প্রথমবার। এখনও পর্যন্ত, মোট চারটি এফ-১৬ ধ্বংস হয়েছে যুদ্ধে।
Published By: Anustup Roy BarmanPosted: 09:24 PM Jan 12, 2026Updated: 09:24 PM Jan 12, 2026

বছরের শুরতেই রাশিয়ার সংবাদ মাধ্যম দাবি করে ইউক্রেনের বিমানবাহিনীর হাতে রয়েছে মার্কিন এফ১৬ যুদ্ধ বিমান। রাশিয়া দাবি করেছে, ইউক্রেন বাহিনীর একটি এফ১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে রাশিয়া। রাশিয়ার এই দাবি দ্রুত বিতর্কের সৃষ্টি করে।

Advertisement

একজন রাশিয়ান সামরিক কমান্ডার প্রকাশ্যে বর্ণনা করেন কীভাবে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই এফ-১৬ বিমান ধ্বংস করেছে। দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রথমে বিমানটিকে ক্ষতিগ্রস্থ করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ থেকে, রাশিয়ান বাহিনী এস ৩০০ সিস্টেমে ব্যবহার করে একাধিক ন্যাটোর যুদ্ধবিমান ইউক্রেনের আকাশে ধ্বংস করেছে। ইউক্রেন ২০২৪ সালের আগস্টে এফ-১৬ পায় প্রথমবার। এখনও পর্যন্ত, মোট চারটি এফ-১৬ ধ্বংস হয়েছে যুদ্ধে। জানা গিয়েছে, ইউক্রেন এখনও পর্যন্ত ৮৭টি জেটের মধ্যে ৪৪টি জেট হাতে পেয়েছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া তাদের ফ্ল্যাঙ্কার জেট, কেএ-৫২ আক্রমণকারী হেলিকপ্টার এবং অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। গত চার বছরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের কয়েক ডজন বিমান এবং শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য সামগ্রীর ক্ষতি হয়েছে।

অপারেশন সিঁদুরের সময় পাক বিমানবাহিনীকে পর্যুদস্ত করে দেয় ভারতের হাতে থাকা এস ৪০০ বিমানবিধ্বংসি ব্যবস্থা। এরপরেই ভারতের সঙ্গে আলোচনায় আরও উন্নত এস ৫০০ ব্যবস্থা কেনার বিষয়ে প্রাথমিক কথা হয় রাশিয়ার। এই অবস্থায় আরও পুরনো এস৩০০-র সাহায্যে মার্কিন চতুর্থ জেনারেশনের এফ১৬ যুদ্ধবিমান ধ্বংস করার খবর রাজনৈতিক শিবিরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement