সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে-সহ একাধিক শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু।
ইউক্রেনের সেনার তরফে দাবি করা হয়েছে, এদিন শয়ে শয়ে মিসাইল, ড্রোন এবং ফাইটার জেট নিয়ে রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। শুধু তাই নয়, একাধিক বহুতল এবং ভবনে আগুন লেগে গিয়েছে। রাতভর এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কড়া নিন্দা করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ফের প্রমাণ হয়ে গেল রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বিন্দুমাত্র আগ্রহী নয়।’
উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু'দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, বলেন, "আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না। নিজের সময় নষ্ট করতে চাই না। দেখা যাক কী হয়।”
