সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে কূটনীতির সূক্ষ্ম খেলায় সাফল্য ভারতের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের কৌশলগত অবস্থানের প্রশংসায় পঞ্চমুখ হল রাশিয়া (Russia)। অর্থাৎ, এখনও পর্যন্ত মোদির ভারত যে নিরপেক্ষে অবস্থান নিয়েছে তাতে অসন্তুষ্ট নয় পুতিনের দেশ।
শনিবার রাশিয়ার দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,”রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের নিরপেক্ষ কৌশলগত অবস্থান বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিশেষ এবং বাড়তি গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে নিবিড় আলোচনা বজায় রাখবে রাশিয়া।”
[আরও পড়ুন: শেয়ার আনার আগে চমক! LIC-তে ২০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার]
বলে রাখা দরকার, শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়িয়েছে ভারত। নিরাপত্তা পরিষদে ভারতের ভোটদান থেকে বিরত থাকার পক্ষে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি (TS Tirumurthi) যুক্তি দেন “ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন৷ আমরা আরজি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক৷ এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান৷ সকলেরই কূটনৈতিক পথে ফেরা উচিত৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল৷”
[আরও পড়ুন: বড়সড় চ্যালেঞ্জের মুখে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ‘ভয়’ পাচ্ছেন নির্মলা]
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী অবস্থান নেবে কেন্দ্র? গত কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল কূটনৈতিক মহলে। আসলে, সরাসরি রাশিয়ার বিরোধিতা করা ভারতের পক্ষে সম্ভব নয়। আবার আমেরিকাকেও চটাতে চায় না নয়াদিল্লি। এসবের মধ্যে আবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করে সাহায্য চেয়েছেন। বিরোধীদের একটা বড় অংশের ধারণা ছিল, রাশিয়া এবং আমেরিকার মাঝে পড়ে ‘শ্যাম রাখি না কূল’ অবস্থা হতে পারে মোদির ভারতের। কিন্তু এখনও পর্যন্ত মোদির ভারত যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া বা আমেরিকা কোনওপক্ষই অসন্তুষ্ট নয়। বরং, রাশিয়া বেশ খুশি ভারতের অবস্থানে।