সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সত্ত্বেও শান্তির দেখা নেই ইউক্রেনে। বরং প্রতিবেশীর উপর হামলার ঝাঁজ আরও বাড়াল রাশিয়া। শুক্রবার রাতভর ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালেস্টিক মিসাইল ছুড়ল পুতিনের সেনা। এই হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। আগুন ধরে গিয়েছে একাধিক বহুতল, দোকান ও বাড়িতে।
ইউক্রেনের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। এই হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৯ জন। এছাড়া দানিপ্রোপেত্রভস্ক অঞ্চলেও ব্যাপকভাবে মিসাইল ছোড়া হয়। সেখানেও অন্তত ২ জনের মৃত্যু ও ৭ জন আহত হন। দুই জায়গাতেই একাধিক বহুতল, বাড়ি, দোকানে আগুন লেগে যায়। মিসাইলের জেরে বহু গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনের সীমা লক্ষ্য করে ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যার মধ্যে ৪টি ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ৬২টি ড্রোনের মধ্যে ৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রুশ প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের ১২১টি ড্রোনকে ধ্বংস করে। যার পালটা এই পদক্ষেপ।
উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, “আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না। নিজের সময় নষ্ট করতে চাই না। দেখা যাক কী হয়।”
