shono
Advertisement
Sheikh Hasina

অন্তরালেই অবসর হাসিনার! আর ফিরবেন না বাংলাদেশে? বিস্ফোরক পুত্র জয়

২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন।
Published By: Subhajit MandalPosted: 11:15 AM Jan 23, 2026Updated: 11:19 AM Jan 23, 2026

শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষ? অন্তরালে থেকেই রাজনৈতিক অবসরে চলে যাবেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী? মুজিবকন্যা কি আর ফিরবেন না নিজের দেশে? সেই সম্ভাবনা উসকে দিলেন খোদ তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। হাসিনাপুত্র একপ্রকার স্পষ্ট করে দিলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার অবসরের পরিকল্পনা করছেন।

Advertisement

হাসিনার পুত্র জয় আমেরিকায় থাকেন। সেখান থেকে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আওয়ামি লিগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই। জয়ের কথায়, "আমার মায়ের বয়স হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর শেষ ‘টার্ম’ ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন।" তাহলে কি হাসিনার অবসরের ইঙ্গিত দিচ্ছেন জয়? সঞ্চালক প্রশ্ন করেন, এটাকে কি ‘হাসিনা যুগের সমাপ্তি’ বলা যায়? জবাবে জয় রাখঢাক না করেই বলেন, ‘সম্ভবত তাই।’

জয়ের কথায়, "আমার মায়ের বয়স হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর শেষ ‘টার্ম’ ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন।"

২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সংবাদ প্রতিদিন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, “আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে, এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে।” তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ-সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর। হাসিনা বলেন, “বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচারবিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে, আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি। বাংলাদেশেরই সেবা করেছি।” সেদিন হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ শোনালেও জয়ের কথায় উলটো সুর। আমেরিকায় বসে তিনি একপ্রকার বুঝিয়েই দিলেন, হাসিনা আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না কোনও পরিস্থিতিতেই।

হাসিনা ও জয়। ফাইল ছবি।

তবে জয় বলছেন, হাসিনা যদি বাংলাদেশে নাও ফেরেনম আওয়ামি লিগ ফিরবেই। তাঁর কথায়, "আওয়ামি লিগ কোথাও যাবে না। আমাদের ৪০-৫০ শতাংশ ভোট আছে। আপনি কি মনে করেন ৪০-৫০ শতাংশ মানুষ হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে? দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৬-৭ কোটি ভোটার আওয়ামী লিগের। তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে?’ কিন্তু হাসিনাহীন আওয়ামি লিগ কি আদৌ সম্ভব? জয়ের উত্তর, "এটা বাংলাদেশের সবচেয়ে পূরনো দল। ৭০ বছর হয়ে গিয়েছে। মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া, দল চলবে। কেউ চিরকাল থাকে না।" সেক্ষেত্রে হাসিনার বিকল্প নেতা কে হবেন? বাংলাদেশেরই আর এক প্রসিদ্ধ রাজনৈতিক পরিবারের ছেলে তারেক রহমান ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে প্রত্যাবর্তন করে দলের হাল ধরেছেন। সুষ্ঠুভাবে সে দেশে ভোট হলে তারেকের প্রধানমন্ত্রীর কুরসিতে বসার সম্ভাবনাও প্রবল। জয় নিজেও কি তারেকের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন? আগামী দিনে আওয়ামি লিগের হাল তিনি নিজেই ধরতে চান? সে উত্তর অবশ্য সময়ের গর্ভে।

হাসিনাহীন আওয়ামি লিগ কি আদৌ সম্ভব? জয়ের উত্তর, "এটা বাংলাদেশের সবচেয়ে পূরনো দল। ৭০ বছর হয়ে গিয়েছে। মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া, দল চলবে। কেউ চিরকাল থাকে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement