সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম রাষ্ট্র হওয়ার সুবাদে মদ নিষিদ্ধ সৌদি আরবে। তবে সময়ের দাবি মেনে সেই নিয়মে বড় বদল আনতে চলেছে তারা। এখন থেকে সৌদি আরবে থাকা বিদেশি নাগরিকরা মদ কিনতে পারবেন। তাঁর জন্য অভিনব শর্ত রেখেছে সেখানকার প্রশাসন। জানানো হয়েছে, দেশে মদ কিনতে গেলে বিদেশি নাগরিকদের দেখাতে হবে বেতনের রশিদ।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, সৌদি আরবে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ধনীরাই শুধুমাত্র মদ কিনতে পারবেন। যাঁদের মাসিক বেতন ৫০ হাজার রিয়াল শুধুমাত্র তারাই পাবেন সুরার স্বাদ। যা ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ রোজগার যাঁদের তাঁরাই মদের দোকানে গিয়ে নিজের বেতনের রসিদ দেখিয়ে মদ কিনতে পারবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, গত বছর রিয়াদে প্রথম মদের দোকান খুলেছিল সৌদি প্রশাসন। সেখানে মদ কেনার অধিকার ছিল শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের। যদিও জানা যায়, পরে এই দোকান থেকে প্রিমিয়াম রেসিডেন্সি স্ট্যাটাসধারী অমুসলিমদের কাছেও মদ বিক্রি করা হয় তবে তা চলত গোপনে। এবার মদ বিক্রির কড়াকড়ি কিছুটা শিথিল করতে চলেছে সৌদি প্রশাসন।
সৌদি আরব কেন মদের নিয়ম শিথিল করছে?
বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, মদের সম্পর্কিত নিয়ম শিথিল করার পিছনে সৌদি আরবের একটি বিশেষ কৌশল রয়েছে। এর মাধ্যমে সৌদি তার দেশে সামাজিক বিধিনিষেধ শিথিল করছে। যাতে ব্যবসা এবং বিনিয়োগের জন্য এখানে লোকেদের আমন্ত্রণ জানানো যায়। গত কয়েক বছরে সৌদি আরবে ব্যাপক পরিবর্তন এসেছে। যে তালিকায় রয়েছে, মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জনসাধারণের বিনোদনের অনুমতি, সঙ্গীত সম্পর্কিত শিথিলকরণ ইত্যাদি। এই সবের মাধ্যমেই সৌদি নিজেকে আধুনিকীকরণের পথে এগিয়ে যেতে চাইছে।
