সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে ইউটিউবের হেডকোয়ার্টার্সে বন্দুকবাজের হানা। এবার হামলা চালাল মহিলা বন্দুকবাজ। তিন জনকে জখম করে আত্মঘাতী হয়েছে হামলাকারী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার অফিস চত্বরে।
[এবার ১৬ যুদ্ধাপরাধীর বিচার শুরু বাংলাদেশে]
জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় একটা নাগাদ হামলা চালায় ওই মহিলা। সেই সময় ক্যান্টিনে দুপুরের খাবার খাওয়ার জন্য এসেছিলেন ইউটিউবের অনেক কর্মী। আচমকা ক্যান্টিনে নাইন এমএম হ্যান্ডগান নিয়ে ঢোকে ওই মহিলা। ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনায় আহত হন ৩৬ বছরের এক যুবক। ৩২ ও ২৭ বছরের দুই মহিলা। তারপর নিজে আত্মঘাতী হন। জানা গিয়েছে, মহিলার নাম নাসিম নজাফি আঘদাম। বয়স ৩৯। প্রথমে মনে করা হয়েছিল, ঘরোয়া অশান্তির কারণেই এ কাজ করেছে ওই মহিলা। আর ৩৬ বছরের আহত যুবক তার প্রেমিক। তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই এসেছিল সে। পরে অবশ্য জানা যায়, ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন মহিলা। তা নিষিদ্ধ হয়ে যাওয়ার ক্ষোভেই এ কাজ করেছিলেন তিনি। আহতদের জুকেরবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে ৩২ বছরের মহিলার অবস্থা আশঙ্কাজনক।
[বিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে প্রাক্তন দম্পতি]
প্রায় ১৭০০ মানুষ কাজ করেন ইউটিউবের ক্যালিফোর্নিয়ার অফিসে। যার কিছু দূরেই আবার গুগলের অফিস। ব্যস্ত সময়ে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কে ছুটে বাইরে বেরিয়ে আসতে গিয়ে অনেকে আহত হন। সহকর্মীদের পালাতে দেখে অনেকে আবার ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বন্দুকবাজের হামলা চিন্তার বিষয় হয়ে উঠেছে বিশ্বের প্রথমসারির দেশগুলিতে। এমন ঘটনা যেন রোজকার বিষয় হয়ে উঠেছে। বেশিরভাগই মানসিক অবসাদ কিংবা ঘরোয়া অশান্তির কারণে ঘটেছে। তবে মহিলা বন্দুকবাজের এভাবে হামলার ঘটনা মার্কিন মুলুকে বিরল।
[তীব্র হচ্ছে খাদ্যসংকট, জলপথে মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছেন রোহিঙ্গারা]
The post ইউটিউবের হেডকোয়ার্টার্সে মহিলা বন্দুকবাজের হামলা, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.