সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে ফের একবার বড় কর্মসূচিতে নামল তাঁর দল 'পাকিস্তান তেহরিক-ই ইনসাফ' (PTI)। হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে আদিয়াল জেলের বাইরে ধরনায় বসলেন ইমরানের দুই বোন। জেলে ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে, ইমরানের জেলমুক্তি আটকাতে আরও গুরুতর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে শাহবাজ সরকার।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার সেই জেলার বাইরেই ধরনায় বসেন ইমরানের দুই বোন উজমা খান ও আলিমা খান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পিটিআই-এর বহু সমর্থক। সেখানে স্বাধীনতার স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। যেমন, 'সারফরোসি কি তমন্না আব হামারে দিল মে হে...', 'আজাদি আজাদি'। কোনও রকম অশান্তি রুখতে জেলের বাইরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সংবাদমাধ্যমকে ইমরানের বোন অভিযোগ করেন, মিথ্যে মামলায় ভাইকে আটকে রেখেছে এই সরকার। তাঁর উপর নির্যাতন চালানো হয়েছে। জেলে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলে ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে ছিল গোটা পাকিস্তানে। অভিযোগ ওঠে জেলের মধ্যে ব্যাপক অত্যাচারের জেরে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে জেরে ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ার পর এই মৃত্যু সংবাদের ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তিনি যে বেঁচে আছেন তা স্বীকার করলেও উজমা বলেন, জেলে তাঁকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে।
একদিকে যখন ইমরানের মুক্তির দাবিতে সরব হয়েছেন তাঁর অনুগামীরা, অন্যদিকে তখন ইমরানের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে শাহবাজ সরকার। সূত্রের খবর ইমরানের বিরুদ্ধে এবার দায়ের হতে চলেছে দেশদ্রোহিতার অভিযোগ। পাশাপাশি পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তুতি শুরু করেছেন শাহবাজ।
